ত্রিরত্ন সংঘের ব্যাতিক্রমধর্মী আয়োজন অসাম্প্রদায়িক চিন্তাচেতনায় ও জাতি ভেদাভেদ না করে বোয়ালখালী আল মাদ্রাসাতুল ইসলামিয়া ও এতিমখানায় পবিত্র আল কোরআন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন ত্রিরত্ন সংঘ।ত্রিরত্ন সংঘ কখন ও জাতিতে ভেদাভেদ করে নি। আমরা সব সময় চিন্তা করি ধর্ম ভিন্ন হলে ও মানুষের মাঝে ভিন্নতা খুজেঁ পাওয়া খুব কঠিন। সকল ধর্মে বলা হয়েছে শান্তির কথা। তাই ত্রিরত্ন সংঘ সমতল থেকে দূর্গম পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি দীঘিনালা বোয়ালখালী আল মাদ্রাসাতুল ইসলামীয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণ করা হয়। এটি ত্রিরত্ন সংঘের ব্যাতিক্রমধর্মী আয়োজন। অনেকের কাছে অবাক বিষয়। কেন আমরা ধর্ম ও জাতিতে ভেদাভেদ করব?? একজন মুসলিম ধর্মের লোকের শরীরে যে রক্ত মাংস গড়া দেহ, একজন হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষের শরীরের ও একই রক্ত মাংস গড়া দেহ। তাহলে কেন এত হানাহানি মারামারি??
যেখানে ইসলাম ধর্মকে শান্তির ধর্ম হিসাবে আখ্যাইত করা হয়েছে।শুধু ইসলাম ধর্মে নয় সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে। কিন্তু আমরা কয়জনে বা মেনে চলি! ! পবিত্র আল কোরআন শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ত্রিশলোক ভিক্ষু ও বোয়ালখালী আল মাদ্রাসাতুল ইসলামিয়া ও এতিমখানার পরিচালক জনাব মো:আবদুল্লাহ মেহেরী আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মো:মোস্তাফা কামাল মিন্টু ,লায়ন আর্দশ কুমার বড়ুয়া( পি,এম,জে,এফ), বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাবু প্রদীপ কুমার বড়ুয়া, উপেন্দ্র -বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ত্রৈমাসিক মৈত্রী বার্তার পৃষ্টপোষক, বাবু পলাশ বড়ুয়া,দৈনিক প্রথম আলো,খাগড়াছড়ি দীঘিনালা প্রতিনিধি, বাবু রতন কুমার বড়ুয়া, অবঃ ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও ত্রিরত্ন সংঘের সম্মানিত সভাপতি সহ সসংঘের সকল সদস্য/সদস্যারা উপস্থিত ছিলেন ।