ব্রেকিং নিউজ

অসহায় -এতিম দুঃস্থদের মাঝে শিক্ষাসামগ্রী ও খাদ্য বিতরণ—– ২০১৯

বাংলাদেশ তথা বহিঃবিশ্বের সুপরিচিত সংঘটন ত্রিরত্ন সংঘের উদ্যোগে খাগড়াছড়ি দীঘিনালা “বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের পরিচালনায় ” পার্বত্য চট্টল অনাথালয়ের ” অনাথ বাচ্চাদের মাঝে শিক্ষাসামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়। দূর্গম পাহাড়ি এলাকা যেখানে এই এতিমদের সাহায্য পৌঁছাতে অনেক কষ্ট হয়। সেখানে ত্রিরত্ন সংঘের ঐক্য প্রচেষ্টার ফলে তা সম্ভব। সকালে বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের ভিক্ষুসংঘ দের পিন্ডদান করার পর সবাই শীলে প্রতিষ্ঠিত হয়। তার পরে ত্রিরত্ন সংঘের সদস্যরা নিজ হাতে অনাথালয়ের বাচ্চাদের খাবার পরিবেশন করে। খাবার গ্রহণের পরের বাচ্চাদের চকলেট,কোমল পানীয় ও আপেল বিতরণ করা হয়। তাদের নিয়ে নানা খেলাধূলা, আলাপ আলোচনা, গান, নাচ, ছড়া ও আবৃত্তির আয়োজন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে অনাথালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ত্রিশলোক ভিক্ষু ও অন্যান্যা ভিক্ষু শ্রমণগন সহ আরো উপস্থিত ছিলেন অনাথালয়ের পরিচালনার সভাপতি খোকন চাকমা,দীঘিনালা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মো:মোস্তাফা কামাল মিন্টু,লায়ন আর্দশ কুমার বড়ুয়া( পি,এম,জে,এফ), বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাবু প্রদীপ কুমার বড়ুয়া, উপেন্দ্র -বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ত্রৈমাসিক মৈত্রী বার্তার পৃষ্টপোষক, বাবু পলাশ বড়ুয়া,দৈনিক প্রথম আলো,খাগড়াছড়ি দীঘিনালা প্রতিনিধি, বাবু রতন কুমার বড়ুয়া, অবঃ ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক গন উপস্থিত ছিলেন ।

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

দানবীর প্রমথ বড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দানপতি প্রমথ বড়ুয়া চলমান সংক্ষিপ্ত জীবনালেখ্য প্রথম অংশ:- তথ্য সংগ্রহে- দিপানন্দ ভিক্ষু (এম.এ ডবল ও …

Leave a Reply

Translate »