অনিচ্চা বাতা সংখারা
বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য ৩য় সংঘরাজ, বিনয়শীল ব্যাক্তিত্ব পরম শ্রদ্ধেয় অভয়তিষ্য মহাথের পার্বত্য বাসীকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন। রেখে গেলেন হাজার হাজার ভক্ত বৃন্দ ও শিষ্য মন্ডলি।
জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগেতেছেন। আজ রাত ৮.২৫ মিনিতে তাঁর আজীবন সাধনার বিদ্যাপীঠ শিজক মুখ সার্বজনীন বৌদ্ধ বিহারে ৮৩ বছর বয়সে তিনি মহাপ্রয়ান লাভ করেন।
সংঘরাজ ভান্তের মহাপ্রয়ানে বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘের সম্মানিত সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের গভীরভাবে শোক প্রকাশ করেন।
পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তের নির্বান লাভের হেতু হোক