২১শে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষে ত্রিরত্ন সংঘের ব্যাতিক্রম আয়োজন খাগড়াছড়ি দীঘিনালা জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।
ত্রিরত্ন সংঘের সদস্যরা যেখানে থাকুক না কেন মাতৃভাষা বাংলাকে কখন ও ভুলবে না। ভাষা হোক উন্মুক্ত। ভাষা হোক সবার জন্য। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য সালাম,রফিক,জব্বার,বরকত ও নাম না জানা অনেকই শহীদ হয়েছেন তাদেরকে গভীর ভাবে শ্রদ্ধা নিবেদন করছি। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন রেড ত্রিসেন্ট, রোভার স্কাউটস, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চোয়ারম্যান নবকমল চাকমা , প্রথম আলো সাংবাদিক পলাশ বড়ুয়া,ব্যবসায়ী অজিত বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া সহ অনেক নেতৃবৃন্দ সহ অত্র বিদ্যালেয়ের ছাত্র /ছাত্রীবৃন্দ।।