লিখেছেনঃ প্রবাল বড়ুয়া সানি,চট্টগ্রাম!!অনাথ বন্ধু ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির কৃর্তক প্রতিষ্ঠিত মুকুটনাইট পূর্ণাচার শিশুমঙ্গল ও অনাথ আশ্রমে গত ১৬ ডিসেম্বর ২০১৬ ইং,রোজ শুক্রবার শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাঙ্গালী বৌদ্ধদের একদল তরুণ-তরুনীদের গড়া সংগঠন বৌদ্ধ নবজাগরণ সংঘ। এতে সহযোগিতা করেন বাংলাদেশী বৌদ্ধ কল্যাণ সমিতি (কুয়েত) এবং সার্বিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী বিকাশ বড়ুয়া ও বাপ্পা বড়ুয়া।
অনাথ, দরিদ্র ও সমাজের অবহেলিত সন্তানদের প্রতি অপত্য স্নেহ গুণের অধিকারী কর্মবীর সত্যপ্রিয় মহাথের দ্বারা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ‘পূর্ণাচার শিশু মঙ্গল অনাথ আশ্রমের কোমল মতি শিক্ষার্থীদের মুখে হাঁসি ফুটানে বৌদ্ধ নবজাগরণ সংঘ সদস্যদের এই আয়োজন।
নোবেল বড়ুয়া’র সঞ্চালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি থেরো’র সভাপতিত্বে স্বাগত ভাষণ রাখেন বৌদ্ধ নবজাগরন সংঘের সাধারন সম্পাদক প্রবাল বড়ুয়া সানি।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি সরোজ বড়ুয়া।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পটিয়া শাখার বাবু প্রদীপ বড়ুয়া সমাজের বিত্তবানদেরকে অসহায়, দারিদ্র্য ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।এতে আরো বক্তব্য রাখেন দক্ষিন চট্টগ্রাম আওয়ামী লীগ পটিয়া উপজেলা শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক বাবু অনুজ বড়ুয়া, বৌদ্ধ নবজাগরণ সংঘের মহিলা সম্পাদিকা দোলা চৌধুরী,চিটু বড়ুয়া,সুদর্শন বড়ুয়া মানস, নিকিল বড়ুয়া, অনিক বড়ুয়া,তপু বড়ুয়া,রিপন বড়ুয়া,সঞ্জীব বড়ুয়া ও প্রশান্ত বড়ুয়া প্রমুখ।পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সভাপতি তিলক বড়ুয়া।