লিখেছেন:-মেত্তাপাল শ্রামন,বুদ্ধগয়া থেকে!!গত ১৩ নভেম্বর ২০১৬ ইং’রবিবার বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন কর্তৃক যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ”বুদ্ধগয়া টেম্পল” (আম্মা, বুদ্ধগয়া, বিহার, ভারত) এ দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রায় ৭৫০ ধর্মপ্রান মানুষের সমাগমে সুন্দরভাবে সম্পাদিত। সকাল ১০ টায় কালগত জ্ঞাতী স্বজন এবং বিশ্বের সকল মানবের মঙ্গল কামনায় অষ্ট-পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
পঞ্চশীল প্রার্থনা করেন শ্যামনগর এবং বেলুর গ্রামবাসীর পক্ষ থেকে শ্রীমতি সুমিতা বড়ুয়া, শ্রীমতি সীমা বড়ুয়া ও রিনা রাণী বড়ুয়া এবং বিকালে করেন মহেশতলা গ্রামবাসীর পক্ষ থেকে এডভোকেট বাবু দিপক বড়ুয়া। সংঘদানে ধর্মদেশনা প্রদান করেন যথাক্রমে- শ্রীমৎ রত্ন ভান্তে,শ্রীমৎ আনন্দ থের, শ্রীমৎ ধর্মরত্ন থের, শ্রীমৎ হরশাবোধি মহাথের এবং পূণ্যদান তথা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক বলেন-যাদের কষ্টের বিনিময়ে অর্জিত টাকা দিয়ে বুদ্ধমূর্তি নির্মাণ তথা বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন আজ এতটুকুতে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে প্রতি অনুষ্ঠানে পূণ্যদান করা হবে।
দুপুরে ধর্মীয় গান করেন বিশ্বরূপ পাল ও তার গ্রুপ এবং সুমিতা বড়ুয়া । বৌদ্ধ সংকীর্তন পরিবেশন করেন-বাবু সনজয় বড়ুয়া, অসীম বড়ুয়া, দিলীপ বড়ুয়া । চীবর পরিক্রমায় সকলে বৌদ্ধ সংর্কীতনে যোগদান করেন। শ্রীমৎ বনশ্রী ভিক্ষুর মঙ্গল গাথা পাঠের মাধ্যমে কঠিন চীবর দান অনুষ্ঠান আরম্ভ হয়। উদ্বোধনী সংগীত করেন শ্রীমতি সুষমা বড়ুয়া । অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপসংঘরাজ শ্রীমৎ জ্ঞানশ্রী মহাথের, প্রধান ধর্মদেশক-অধ্যাপক ড. শ্রীমৎ জ্ঞানরত্ন মহাথের, প্রধান অতিথি-ড. কল্যানপ্রিয় মহাথের, বিশেষ অতিথি-শ্রীমৎ সুমনশ্রী থের, বাবু বিকিরন প্রসাদ বড়ুয়া, সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, এডভোকেট বাবু দিপক বড়ুয়া । সামাজিক এবং ধর্মীয় জীবনে বিশেষ অবদান রাখার জন্যে সংবর্ধিত করা হয় যথাক্রমে- বাবু বিকিরন প্রসাদ বড়ুয়া, বাবু প্রনব বড়ুয়া, বাবু বিমান কুমার বড়ুয়া (বটন) ও বাবু স্বপন বড়ুয়াকে। বাবু নভীন বড়ুয়া’র ছোট মেয়ে খারিকা বড়ুয়া’র জন্ম দিনের আর্শীবাদ স্বরুপ ফুল ও বুদ্ধের ফটো প্রদান করা হয়। ধন্যবাদ প্রদান করেন বাবু দিলীপ বড়ুয়া।
উল্লেখ্য যে:-আগামী ৫ হতে ১১ মে ২০১৭ সপ্তাহব্যাপী ৪৫ ফুট উচ্চতা বুদ্ধমূর্তি উৎসর্গ (জীবন্যাস) অনুষ্ঠানে যোগদানের অনুরোধ করা হয়।