বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র, ফ্রান্সে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত
শিল্প , সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদুরে স্থা বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক জমকপূর্ণ পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দান গত ১৩ নভেম্বর ২০১৬ রবিবার সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সকাল ৮টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠান থাইল্যান্ড থেকে আনীত নান্দনিক বুদ্ধ মূর্তি উৎসর্গ , সংঘদান, অষ্টপরিস্কার দান, সমবেত প্রার্থনা, ধর্ম দেশনা, আলোচনা সভা, কঠিন চীবর উৎসর্গ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে।
উপচে পড়া ভিড় শিশু-নারী পুরুষদের হৈ-হুল্লোড়ে উৎসব মুখরতায় এটাই ছিল ফ্রান্সের শেষ দানোত্তম কঠিন চীবর দান।
বিকেলে বিহারাধ্যক্ষ শ্রীমৎ বহু গ্রন্থ প্রনেতা, পন্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়ের উদ্ধোধনী ভাষণ প্রদানের মধ্য দিয়ে শুরু হওয়া দানসভা ভদন্ত কে আনন্দ নায়ক থের সভাপতিত্বে করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত কে অনুরুদ্ধ নায়ক থের, অতিথি হিসাবে ভদন্ত মিন্ধি ভিক্ষু, ভদন্ত থিতা ধম্মা দেশনা করেন। অন্যান্যদের মধ্যে ফ্রা সাকুন ভদন্ত সুমনতিষ্য মহাথের, ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, ভদন্ত বুদ্ধ প্রিয় ভিক্ষু সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন । বাংলাদেশ, লাউস, কম্ভোডিয়ান, ভিয়েতনাম,, থাই, শ্রীলংকা, ফরাসী নাগরিক সহ বিভিন্ন দেশের পূন্যাথী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূব্য মিলন মেলায় পরিণত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত শরনাপাল থের। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু উত্তম বড়ুয়া।
উদ্বোধনী সংগীতে মিনতি বড়ুয়া, অদিতি বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া , জুলি বড়ুয়া, কনা বড়ুয়া, সুনিত্রা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া, চেচিল বড়ুয়া । তবলায় সঙ্গত করেন শাপলু বড়ুয়া অক্টোপ্যাডে রবিন বড়ুয়া।