ব্রেকিং নিউজ

পুণ্যতীর্থ পূর্ব বিনাজুরী সার্বজনীন রত্নাংকুর বিহারে অনুষ্ঠিত হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান

পুণ্যতীর্থ পূর্ব বিনাজুরী সার্বজনীন রত্নাংকুর বিহারে অনুষ্ঠিত হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান

=====================

সংবাদ রাজেশ বড়ুৃয়া

রাউজান উপজেলার পুণ্যতীর্থ পূর্ব বিনাজুরী সার্বজনীন রত্নাংকুর বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় কঠিন চীবর দানোৎসব ২০১৬,  কঠিন চীবর দানোৎসবে ১ম পর্বে সকাল ৯ ঘটিকায়  অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান এবং ২য় পর্বে কঠিন চীবর দানসভার আরম্ভ হয়,  দানসভায় পশ্চিম আধারমানিক নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ সদ্ধর্মববারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাথেরোর সভাপতিত্বে, বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দের আবাসিক সংঘ প্রদান আচারিয়া ধর্মনিধি ভদন্ত সুগতশ্রী মহাথের প্রধান জ্ঞাতির আসন অলংকৃত করেন, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুণি বিহারের অধ্যক্ষ সুদেশক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ থের,  প্রধান সদ্ধর্মদেশক হিসাবে সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত শ্রদ্ধাবংশ ভিক্ষু মহোদয় এছাড়াও সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত জ্ঞানবংশ থের, ভদন্ত জে বিজয়ানন্দ থের, ভদন্ত বুদ্ধরত্ন থের, ভদন্ত এল ধর্মরত্ন থের,  ভদন্ত জ্যোতিশ্রী থের, ভদন্ত রুপানন্দ ভিক্ষু,  ভদন্ত কে শ্রী ইন্দ্রবংশ ভিক্ষু,  ভদন্ত জিনবংশ ভিক্ষু মহোদয়, মহতী পুণ্যানুষ্ঠান বাবু সুজন বড়ুয়ার সঞ্চালনায় অত্র বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বিমলাচার থের উদ্বোদনী ভাষণ প্রদান করেন, স্বাগত ভাষণ প্রদান করেন বাবু রাজেশ বড়ুয়া, মঙ্গলাচরন পাঠ করেন বিপুলানন্দ শ্রামণ, এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাবু আলোক বিকাশ বড়ুয়া, বাবু খোকন বড়ুয়া, ডা. প্রদীপ বড়ুয়া,  বিশ্ব রঞ্জন বড়ুয়াসহ প্রমুখ,  উক্ত পুণ্যাময় অনুষ্ঠানে বিহার কমিঠির নেতৃবৃন্দ বাবু জ্যোতিষ বড়ুয়া, বাবু ক্ষিতিষ বড়ুয়া, বাবু শিপুল বড়ুয়া, বাবু ভাগ্যধন বড়ুয়া, বাবু সুজিত বড়ুয়া,  বাবু প্রভাষ বড়ুয়াসহ বিভিন্ন গ্রাম থেকে শতাদিক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।  বক্তারা    দানোনুষ্ঠানে প্রত্যককে শীল,  সমাধি ও প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে সর্বদা কুশলকর্মে নিয়োজিত  থাকার প্রতি গুরুত্বরোপ করেন।

সম্মন্ধে Barua Rajesh

এটা ও দেখতে পারেন

স্টোক রোগী দীপক বড়ুয়ার পাশে —ত্রিরত্ন সংঘ।।

নিউজ —ত্রিরত্ন বার্তা।। বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও …

Leave a Reply

Translate »