রামুতে কঠিন চীবর দান অনুষ্ঠিত
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় সীমা বিহারে সম্প্রীতির আহ্বান জানিয়ে শুক্রবার কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দেশ বিদেশের অসংখ্য বৌদ্ধ ভিক্ষু ও হাজার হাজার পূন্যার্থীর অংশগ্রহণে এ উৎসব মিলনমেলায় পরিনত হয়।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) মোহা. নিকারুজ্জমান চৌধুরী, ওসি প্রভাস চন্দ্র ধর, প্রধান ধর্মদেশক ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক ভান্তে সৌগত সম্পাদক শ্রীমৎ সুনন্দপ্রিয় থের।
সদ্ধর্ম দেশনা ও বক্তব্য রাখেন ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে.শ্রী জ্যোতিসেন থের, শিলপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু, তরুন বড়ুয়া, বোমকেশ বড়ুয়া বুনু, বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ।