ব্রেকিং নিউজ

বান্দরবানের ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহারে আয়োজনে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন

1478270683

বান্দরবানের ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহারে আয়োজনে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন 

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে পালন করছে কঠিন চীবর দান। কঠিন চীবর দান পালন উপলক্ষে শুক্রবার সকালে বান্দরবানের কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকরা ভগবান বুদ্ধের উদ্দেশ্য চীবর দান করেন। অনুষ্টানে এসময় বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তিদান, ত্রিপিটক দান সহ ধর্মীয় প্রার্থনায় মিলিত হয় বৌদ্ধ ধর্মানুসারীরা। এসময় কঠিন চীবর দান উপলক্ষে দায়ক-দায়িকারা বিহারে সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ করেন। এসময় কঠিন চীবর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুরের সহধর্মিনী মেহ্লাপ্রু, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মার্মা প্রমুখ। পুণ্যার্জনের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে শতশত আদিবাসী নারী-পুরুষ এ অনুষ্ঠানে যোগদান করেন। কঠির চীবর দান অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিহারে সীমাঘর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা। বিকেলে ভগবান বুদ্ধের উদ্দেশ্য মন্দিরে প্রদীপ প্রজ্জলন এবং ফানুস উত্তোলনের মধ্য দিয়ে ভাঙ্গামুড়া পাড়া বৌদ্ধ বিহারের এই কঠিন চীবর দান উৎসবের সমাপ্তি হবে। – See more at:

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »