পাথরঘাটা মহাবোধি বিহার কমপ্লেক্স এর পূজনীয় বিহার অধ্যক্ষ পরম পূজ্য শ্রীমৎ লোকানন্দ মহাথেরো মহোদয় ভান্তের উক্ত মন্দিরের কঠিন চীবর দাননুষ্টান গত ১৬ই অক্টোবর সফলভাবে সমাপ্ত হয়।
উক্ত পুন্যানুষ্টানে সেচ্ছাসেবক ও পূণ্যময় সুন্দর সফল আগামীর প্রত্যাশায় এক হয়ে কাজ করে চট্টগ্রামের সকলের সুপরিচিত সামাজিক ও প্রগতিশীল বৌদ্ধ সংগঠন কন্থক বুড্ডিস্ট ইউনিটি।
বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব অতিথিকে পুস্পস্থবক দিয়ে বরন করে নিচ্ছেন কন্থক এর সদস্য সচিব বাবু শারদ বড়ুয়া। উপস্থিত একাংশ এবং অনুষ্টান চলাকালে পূজনীয় বিহার অধ্যক্ষের সাথে আনুষ্টানিকতার সার্বিক আলোচনা করছেন কন্থক বুড্ডিস্ট ইউনিটি এর সুযোগ্য সভাপতি বাবু প্রিয়াল বড়ুয়া।
বৌদ্ধ শাসন দীর্ঘজীবি হউক, অমর হোক কন্থক।