ব্রেকিং নিউজ

রাঙামাটিতে বৌদ্ধধমালম্বীদের ওয়াজেপুয়ে রিসমি উৎসব -সংবাদদাতা :- রাজেশ বডুযা

রাঙামাটি শহরে রাখাইন সম্প্রদায়ের ওয়াজেপুয়ে রিসমিতে (ভাসমান মন্দির) উৎসবের রঙ লেগেছে।
এ উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় শহরের রিজার্ভ বাজার চেঙ্গী মুখ জলযান ঘাটে কাপ্তাই হ্রদে একটি ভাসমান রথ লঞ্চে বেঁধে হ্রদ ঘেষে গড়ে উঠা বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করে বড়াদম বনভান্তের স্মৃতি স্তম্ভ মরুগোনায় গিয়ে শেষ হয় এ রথ যাত্রা।

g1-2
এ উৎসব মুখর রথ যাত্রায় রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশ গ্রহন করে।
রথ যাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখাইন জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উছিংচা রাখাইন কায়েস বলেন, রাখাইন সম্প্রদায় এ প্রথম রাঙামাটিতে জাঁকজমক ভাবে এ আশ্বিনী পূর্ণিমা পালন করছে। তিনি বলেন, প্রতি বছর অত্যন্ত জাকজমক ভাবে এ উৎসব পালন করা হবে। এজন্য রাখাইন সম্প্রদায়সহ সকল বৌদ্ধধর্মালম্বীদের সহযোগিতা করার আহ্বান জানান।
আসামবস্তি ধর্মচক্কর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বায়াবংশ মহাথেরো বলেন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চূল আকাশে উড়িয়ে দিয়েছিলো। আর বৌদ্ধের এ কাজকে সন্মান রেখে বৌদ্ধধর্মালম্বীরা আকাশে ফানুস উড়ায়
এসময় উপস্থিত ছিলেন, উৎসব কমিটির আহবায়ক রাহ্লামং থোয়াই, সদস্য ইয়ামং রাখাইন প্রমুখ।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »