বাষট্টি প্রকার মিথ্যা দৃষ্টি এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।জগতে যত প্রকার দোষণীয় বিষয় আছে, তন্মধ্যে মিথ্যাদৃষ্টি সর্বপেক্ষা দোষণীয়। মিথ্যাদৃষ্টি অর্থ মিথ্যা-দর্শন, ভুলদর্শন, মিথ্যা-ধারণা, বিপরীত দর্শন। মিথ্যাদৃষ্টি সম্পন্ন ব্যক্তি সবসময় ভুলকাজ করে, ভুলবাক্য ভাষণ করে, ভলু চিনা্ত করে। একমাত্র সদ্ধর্ম শ্রবণের দ্বারা মিথ্যাদৃষ্টি দূরীভূত হয়। তাই ত্রিপিটক অধ্যয়ন বা ধর্ম শ্রবণ করা সকল বৌদ্ধদের একান্ত কর্তব্য। গ্রন্থকার তার গ্রন্থে মিথ্যাদৃষ্টি
সম্বন্ধে আলোচনা করেছে। আশা করি গ্রন্থটি পাঠ করলে মিথ্যাদৃষ্টি সম্বন্ধ অনেক কিছু জানা যাবে।
এটা ও দেখতে পারেন
স্টোক রোগী দীপক বড়ুয়ার পাশে —ত্রিরত্ন সংঘ।।
নিউজ —ত্রিরত্ন বার্তা।। বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও …