ছোট বেলায় বাবাকে হারিয়ে মেয়েটি পরিবার অসহায়ত্ব দিন যাপন করছিল। তার মা সামান্য অর্থ উপার্যন করে কোন রকমে তাদের সংসার চালায়।তাদের সংসারের মা, পাঁচ মেয়ে ও এক ছেলে। সংসারের উপার্জনক্ষম ব্যাক্তি না থাকায় খুব কষ্টে তাদের দিন চলে। তৃতীয় নাম্বার বোনটির বিয়ের কথাবার্তা ঠিক হলে তার মা ও মেয়ের বড় বোনের জামাতা ত্রিরত্ন সংঘের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন। সম্মান রক্ষার্থে অসহায় বোনটির পরিচয় গোপন রাখা হয়েছে।
মাত্র কয়েকদিনের ব্যবধানে পিতৃহারা বোনের জন্য ত্রিরত্ন সংঘের উদ্যোগে ৩১০০০/= একত্রিশ হাজার টাকা সংগ্রহ করা হয়। আজ ২৩/১১/২০২০ সন্ধ্যায় কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে বিহারধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা শ্রদ্ধেয় উপানন্দ মহাথের’র উপস্থিতিতে এ আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হলো। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি সুমন বড়ুয়া কমল, অর্থ সম্পাদক সুশান্ত বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক সীমান্ত বড়ুয়া, প্রচার সম্পাদক দেবু বড়ুয়া,সহ-প্রচার সম্পাদক অন্তু বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক অভি বড়ুয়া ও সিনিয়র সদস্য সাজু বড়ুয়া।
খুব স্বল্প সময়ে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ীরা ও প্রবাসী ভাই বোনরা যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য ত্রিরত্ন সংঘের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি।অসহায় পিতৃহারা বোন ও তার মা ত্রিরত্ন সংঘের সকল সদস্য ও যারা যারা অসহায় বোনের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা ও আর্শীবাদ জানিয়েছেন।
যারা মানবতার তরে এগিয়ে এসে আর্থিক সহযোগিতা দিয়েছেন তাদের ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
আমরাই আগামী দিনের পথ প্রর্দশক,
আমরা করব জয়।