ছোট বেলায় বাবাকে হারিয়ে মেয়েটি অসহায়ত্ব দিন যাপন করছে। তার মা সামান্য অর্থ উপার্যন করে কোন রকমে তাদের সংসার চলেছে। বোনটির বিয়ের কথাবার্তা ঠিক হলে তার মা লজ্জা ত্যাগ করে আমাদের কাছে ও সকলের কাছে আকুল আবেদন ও সাহায্য সহযোগিতা কামনা করেছে । অসহায় বোনের বিয়ে দেওয়ার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন।
আর্থিক সংকটের কারনেই সকলের কাছে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।তার একার পক্ষে ছোট্ট আয়োজন টাও অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।তাই আপনার আমার সামান্য পরিমাণ সহযোগিতা ও তাদের চোখে আশার আলো যোগাবে।
সম্মান রক্ষার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে…
আগামী ৩০/১১/২০২০ ইং তারিখ বিয়ের দিন ধার্য্য করা হয়ে।
সাহায্য পাঠানোর শেষ তারিখ ২৫/১১/২০২০
বিকাশ নাম্বারঃ 01843183822 (পানসোনাল)
সকলের কাছে উদার আহ্বান 🙏🙏🙏🙏
আসুন সকলে সাধ্যমত এগিয়ে আসি। যৌথভাবে একটি ভালো কাজে অংশগ্রহণ করি।