বাংলাদেশে বর্তমানে সবচেয়ে অসহায় ব্যক্তি এবং যিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে ঘুরেন প্রতি মুহুর্তে তার নাম কি জানেন? জননেত্রী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, কিন্তু কেন? অথচ যারা আপনারা নেতা হতে চান বা নেতৃত্ব দিতে চান তাদের যদি প্রানের ভয় থাকে তবে সে স্বপ্নে গুড়েবালি। তবে কি করে আপনারা নেতা হবেন? যাই হউক আজকের বিষয় তার চেয়ে ভয়াবহ, আমরা জানি একের লাঠি দশের বোঝা অর্থাৎ সম্মিলিতভাবেই আমরা পালটে দিতে পারি আমাদের দুর্ভাগ্যকে সুভাগ্যে।তাই যদি হয় তবে একটা গল্প শুনুন – জনাব হাসান মাহমুদকে আপনি কখন চেনেন আমার জানা নেই তবে আমি এতটুকু জানি তিনি বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র সংসদে ছিলেন একজন সদস্য মাত্র যে ছাত্র সংসদে আমি ছিলাম সভাপতি ও পরবর্তীতে সেক্রেটারী। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে উনি রাজনীতির সাথে লেগে ছিলেন, অনেক ত্যাগ আর তপস্যার বিনিময়ে রাজনীতিতে স্থান করে নিয়েছেন আমি তার জন্য গর্ববোধ করতাম আজ দেখছি আমার ভুল হয়েছে কারন তিনি আমার গর্বের বিষয়বস্তু হতে পেরেছেন ঠিক ততক্ষন পর্যন্ত যতক্ষন তিনি মন্ত্রিত্ব বা ক্ষমতা পান নি কারন ততক্ষন তার বিরুদ্ধে উক্ত ধরনের কোন সন্ত্রাসি কার্যক্রমের সাথে তাকে দেখা যায়নি যার প্রাথমিক প্রমান হিসেবে আমার ১টি পুর্ববর্তী লেখা এবং আসাদ নুরের ২টি ভিডিও এবং আমাদের সাধারন সভার ভিডিও লিঙ্ক নীচে সংযুক্ত করা গেলো। এই যদি হয় অবস্থা তারি মাঝখানে যদি হয় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তবে তাকে অসহায় না বলে কি উপায় আছে? হায়রে ১৬কোটি বাঙ্গালীর মুদ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করোনি। দুখঃ করে তারি উক্ত কোন সন্ত্রাসী হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীষ্টান তথা ভালো মানুষ হতে পারেন না, হতে পারেন না মন্ত্রী কিংবা বংগবন্ধুর সৈনিক বরং তার একটাই পরিচয় আর তা হচ্ছে সন্ত্রাসী। তার আর অন্য কোন পরিচয় হতে পারে না। সন্ত্রাস নিপাক যাক, মানবতার জয় হউক।ফেইসবুকে উক্ত ভাবঃ ডাঃ হাসান মাহমুদ আর বেশি দিন নয় বড়ুয়া সমাজ জাগ্রত হচ্ছে, আপনি শুধু রাঙ্গুনিয়ার কতিপয় মানুষকে টাকা দিয়ে কিনতে পারবেন, ভূয়া ভিডিও তৈরী করে আপনার ভাইয়ের পোষ্য রাঙ্গুনিয়া টিভিতে প্রচার করতে পারবেন, আপনার ভাইয়ের সন্ত্রাসীর মাত্রা রাংগুনিয়াতেই সীমাবদ্ধ যদিও বা আপনি চেষ্টা করছেন তা বৃদ্ধি করার, আরও কিছু অংশে আপনার অপকর্ম একে ওকে ক্ষতি করেছে বটে যেমন আসাদ নুরকে মিথ্যা মামলায় জড়ানো ইত্যাদি। কিন্তু শ্রদ্ধেয় ভান্তে ওনার ভালো বাসা দিয়ে সারা পৃথিবী জয় করছে, দেখেন এখন সারা বিশ্ব সুশীল সমাজ উত্তাল, আওয়ামীলীগ নেতৃবৃন্দ যারা মানবতার স্বপক্ষে তারা ওআপনি এবং আপনার ভাইয়ের হীন কর্মকে নিন্দা জ্ঞাপন করছে। ফেইসবুকে উক্ত ভাবঃ #আমাদের বড় বড় বৌদ্ধ নেতারা গত দুই দিন আগে যে সভায় বসলো তারা, এর পর সবাইকে অনুরোধ করলো____ যেনো কোনো #মানববন্ধন_বিরোধিতা_মূলক_পোষ্ট_না_করে। শুধু মাত্র কাদের কথাতে এই কথা বলল??ওই যে #হাসান_মাহমুদ এবং তার ভাই #এরশাদ_মাহমুদের_কথায়ওকে, সবাই না হয় চুপচাপ। সম্মানে সম্মান সকলে দিলো, ভাই বোনেরা কেউ আর তেমন ঝড় তুলল না। কিন্তু,,, যারা আমাদের বৌদ্ধ নেতাদের মানা করল এগুলো না করতে তারা নিজেরাই তো বিভিন্ন #আন্দোলন_মিছিল_করে_যাচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকায় আন্দোলন করে যাচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে।।আমাদের সেই বৌদ্ধ নেতারা কই সবাই কি ঘুমিয়ে আছেন নাকি তারপরও চুপ করে দেখে যাবেন এই ভাবে। আমরা সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশী – আমাদের ও সম অধিকার। বাঁচলে হয়তো সকলে বাঁচার মতো কাজ করুন। না হলে সকলে মরার জন্য রেডি থাকুন।ফেইসবুকে উক্তঃমাননীয় প্রধামন্ত্রীর নিকট আকুল আবেদন দল তথা দেশ ও জাতিকে কালিমা লেপনের হাত থেকে বাঁচাতে, বর্তমানে অস্থিতিশীল রাংগুনীয়া বৃহত্তর পদুয়া-ফলহারিয়া-সুখবিলাস-নাপিতপুকুরিয়া-দুধপকুরিয়া-খুরুশিয়া-নারিশ্চা-শিলক এলাকায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, করে নিম্নোক্ত বিষয় গুলো তদন্ত করে বের করুন: ১. হেক্টরের পর হেক্টর বনবিভাগ সহ সরকারি ভূমি প্রকৃতপক্ষে কে বা কারা দখল করে ব্যক্তিগত স্থাপনা করছে? ২. মহামান্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কারা পদুয়া রাজারহাট সহ অন্যান্য জায়গায় অবৈধ দখল বাজি করছে?৩. শিলক খাল থেকে বিনা লাইসেন্স এ বালি উত্তোলন করে নদীর নাব্যতা নষ্ট করে বর্ষায় বন্যা সৃষ্টি করে ভীটে বাড়ি, সড়ক, আবাদী জমি প্লাবিত করছে?৪. ‘পদুয়ার হাই কমান্ড’, ‘পদুয়ার জর্জ কোর্ট’ (বর্তমানে ডিলিট করে দিয়েছে) ইত্যাদি সহ আরো নানা বিধ আইডি খুলে নানান হুমকী ধামকী সহ নিজস্ব ক্যাডার বাহিনী তৈরী করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মাঝে ছোট একটা স্বৈরাচারী এলাকা তৈরী করে আদালত ও আইনের শাসন কে অবমাননা করে নিজস্ব শাসন-আইন ব্যবস্থা চালু করেছে?৫. স্থাপনা নির্মানে কেন একটি নির্দিষ্ট কোম্পানীর ইট এর গাড়ি ঢুকতে দিয়ে তা ব্যবহারে বাধ্য করা হয়?৬. কারা এলাকায় ইয়াবা সহ আরো নানাবিধ মাদক দ্রব্যের সাম্রাজ্য করে তুলেছে? ৭. চোরাই গাছ কেটে রাতে ট্রাক যোগে পাচার এবং পণ্য পরিবাহী যানবাহন থেকে কারা চাঁদাবাজী করে?৮. কেন দখল বাজদের বা দুর্বৃত্ত দের বিরুদ্ধে অভিযোগ করলে তা নেয়া হয়না? বরং নানা ভাবে হয়রানী করতে হয়? ৯. কারা প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়ে, ফেক আইডী খুলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সাম্প্রদায়িক দাংগা সৃষ্টির ব্যর্থ প্রয়াস চালাচ্ছে? আমাদের সবার মাতৃতুল্য দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা এসব কোন কিছু সম্পর্কেই অবগত নন। আমরা চাই তার নাম যেন কেউ না ডোবায়। বঙ্গবন্ধুর সোনার দেশের স্বপ্ন যেন কেউ ধুলিস্মাৎ করে না দেয়। সবাই শেয়ার করুন, কেঁচো খুঁড়তে গিয়ে কাল সাপ বের করতে সহায়তা করুন। রাংগুনীয়া বাসী এভাবে চুপ করে থাকবেন না। আপনাদের জন্মস্থান-মাটি এসব ধ্বংসের হাত থেকে বাঁচান। কেউই আইন এর উর্ধ্বে নয়। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত দেশে কুলাংগারদের স্থান নাই।যার যার অবস্থান থেকে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান অব্যাহত রাখার আহবান জানাচ্ছি। নীচের লিঙ্কে পাবেন স্মারকলিপিhttps://www.ipetitions.com/petition/protectbdbuddhist৮ বছর ১৬দিন অর্থাৎ ৬ই অগাষ্ট এর মধ্যে যদি কোন সমাধান না হয় তবে সম্মিলিতভাবে দেখা হবে আন্দোলনের ২য় পর্যায়ে নুতন মাত্রায়।জগতের সকল প্রানী সুখী হউক- মানবতার জয় সুনিশ্চিত। পোষ্টটি শেয়ার করে ছড়িয়ে দিন জনকল্যানে।অবশ্যই সম্ভব সম্মিলিতভাবে, যার যা আছে, তা দিয়ে পাশে ছিলেন, পাশে থাকুন।
১) একই স্ক্রিপ্টে রামু থেকে রাঙ্গুনিয়া! তথ্য মন্ত্রীর ভাই এরশাদ মাহমুদ সমাচার https://youtu.be/VUOO16JM2ao
২) তথ্যমন্ত্রী সাহেব, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি সংখ্যালঘুদের পাশে আছি, থাকবো
৩) রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে ভালো কাজের উপহার! বিচিত্র তথ্যমন্ত্রী ও তার গং
৪) মুমিনদের দানববন্ধন! তথ্যমন্ত্রীর ধর্মব্যবসা রাঙ্গুনিয়া বৌদ্ধভিক্ষু
৫) নব্য সাকা চৌধুরী এখন সাকা চৌধুরীর শূন্যস্থান পূরণ করছে হাসান মাহমুদ!
৬) এরা কারা হাসান মাহমুদ এদের নিযুক্ত করেছেন কেন রাঙ্গুনিয়া বৌদ্ধবিহার
৭) চলমান রাঙ্গুনিয়া সংকট সমাধানে ভারত বাংলাদেশের রাজনীতিকের সাথে লাইভ আলোচনা।
৮ ) পরিষ্কার বাংলায় বলছি পর্ব ১ স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
৯) পরিষ্কার বাংলায় বলছি পর্ব ২ স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
১০) বিড়াল এবার গাছে! সমাধান আসছে কি রাঙ্গুনিয়ায়
১১) Complain against Hasan Mahmud gang from milon dey, people from Hindu Community
১২) Hasan Mahmud gang forcefully took false statement from Mion Dey
১৩) Milon dey informing Ven shoronongkor about his forcefull false satement & asking for Help
১৪) 13th August 2020 ভার্চুয়াল meeting
১৫) 29th August ভার্চুয়াল Meeting
১৬) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয় http://news.nirbankami.com/blog/2020/07/17/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%82%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a1%e0%a6%83-%e0%a6%b9%e0%a6%be/