আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার চেষ্টাই ওনার ব্যাক্তিগত তহবিল থেকে প্রথম ধাপে নগদ অর্থিক সহায়তা,দ্বিতীয় ধাপে ওনার চেষ্টাই ১০০ কালাচাঁদপুরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য ত্রান, ৩০-০৪-২০২০ ইংরেজি তারিখে ওনার সহযোগিতায় তৃতীয় বারের মতো ঢাকা মহানগরীর কালাচাঁদপুরে বৌদ্ধ সম্প্রদায়ের ৮০ টি মধ্যবিও পরিবারের মাঝে করোনা কালীন উপহার বিতরণ করেন। করোনা ভাইরাস মহামারীতে পৃথিবীর বিভিন্ন দেশে লকডাওন বা জরুরি অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ ও তার বাহিরে নয়।দীর্ঘ ১ মাসের ও বেশী সময় ধরে দেশে লকডাওন চলছে।সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে আমাদের সমাজ, রাষ্ট্র। এগিয়ে চলেছে বিশ্ব সভ্যতা। আর সেই সঙ্গে বেড়ে চলেছে মানুষের ব্যস্ততা। কেউ কেউ হয়তো সমাজের অন্য সবার কথা, আপন লোকজনের খোঁজটুকুও রাখতে পারছেন না এই মহামারীর কারনে। দেশের উচ্চবিওরা আজ নিজেদের নিয়ে ব্যস্ত আর নিম্মবিওরা সরকারী এান পেয়ে কোন রকম জীবন অতিবাহিত করছে।সবচেয়ে কষ্টে আছে মধ্যবিও পরিবার। সমাজের এই মধ্যবিও পরিবারদের মাঝে মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আলোকিত বৌদ্ধ যুব সংঘের সংগঠনটির চেয়ারম্যান বাবু অভিজিৎ বড়ুয়ার সাথে কথা বলে জানা যায় উনি(ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাথে সবার মাঝে এই করোনা কালীন মূহুর্তে আসলে যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্যে করতে।তিনি আরও বলেন কেউ যদি আত্ম-সম্মান এর জন্য উপহার নিতে আসতে লজ্জাবোধ করেন তাহলে সংগঠনের ফেইসবুক ম্যাসেজ দিতে তিনি তাদের উপহার বাসায় পাঠিয়ে দিবে।উক্ত উপহার সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সৌরভ বড়ুয়া ও সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী অনিক বড়ুয়া ও সংগঠনের অনান্য সদস্য বৃন্দ।
এটা ও দেখতে পারেন
গিরিফুল শিশু সনদের মাঝে খাদ্য বিতরণ,শিক্ষা সামগ্রী ও ব্যবহারিক সামগ্রী বিতরণ –২০২১ –ত্রিরত্ন সংঘ,চট্টগ্রাম।।
বাংলাদেশ তথা বহিঃবিশ্বের সুপরিচিত সংঘটন ত্রিরত্ন সংঘের উদ্যোগে খাগড়াছড়ি পাবত্য অঞ্চল গিরিফুল শিশু সনদে প্রতি …