COVID-19 নোভেল করোনা ভাইরাস এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীব | যা চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়ে আজ বিশ্বে মানব সভ্যতাকে স্থবির করে দিয়েছে| পুরো বিশ্বকে একপ্রকার ধরাশায়ী করে তুলেছে|| বিশ্বনেতারা আজ পরাজিত, ক্ষমতাবান ছোট্ট ভাইরাসের কাছে | প্রথমে দেখা যায় না, ছোঁয়া যায় না , অনুভব করা যায় না কিন্ত হাজার হাজার মানবের প্রাণ কেড়ে নিল| চিন্তা করলে কি এক মহা আশ্চর্য্য!আজ পুরো বিশ্বে প্রতিটি ক্ষণে এক অজানা আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে | প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, আলেকজান্ডার, আল বেরুনী, ইবনে সিনা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল মতো মনীষাদের জন্ম যে দেশগুলোতে আজ সেসব দেশ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।। সভ্যতা, জ্ঞান বিজ্ঞানে ও প্রাচুর্যে ভরপুর রাস্ট্রসমূহ ইতালি, ইরান, গ্রীস, ফ্রান্স, স্পেন, রাজকীয় দেশ ইংল্যান্ড , জার্মানি, চীন,সুইজারল্যান্ড ও মহাপ্রভাবশালী খ্যাত আমেরিকাও বাদ পড়েনি। যে ইউরোপে সাহিত্য , দর্শন , চিত্রশিল্প , ভাস্কর্য, চিকিৎসা বিজ্ঞান, রাষ্ট্র ও সমাজ চেতনায় বৈজ্ঞানিক মনোবৃত্তির উন্মেষ ঘটায় বিশেষ করে ইতালি তাদের মধ্যে অন্যতম। যে রেনেসাঁ ইউরোপে নবজাগরণ সৃষ্টি করেছিল গতানুগতিক সব বন্ধন ছেদ করে মানবতাবাদ, ধর্ম নিরপেক্ষতার চেতনা ও সাম্যের সৃস্টি করেছিল তা আজ করোনার কাছে বিপযর্স্ত। তদ্রুপ পৃথিবীর ইতিহাসে আজ অবধি যতগুলো বৃহৎ এবং প্রভাবশালী সাম্রাজ্যের সৃস্টি তন্মধ্যে পারস্য সাম্রাজ্য বর্তমান ইরান প্রথমসারির । সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাতে উৎপত্তি লাভ করা এই সাম্রাজ্যটিই পৃথিবীর প্রথম পরাশক্তি। ভৌগলিক অবস্থান, উন্নত শাসনব্যবস্থা, শিল্প-সংস্কৃতি, স্থাপত্যকলা, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি নিয়ামক এর পরাশক্তি হওয়া সত্বেও আজ অসহায়ত্ব প্রমানিত। ইউরোপ মহাদেশ থেকে আগত স্পেনীয়, পতুর্গীজ, ইংরেজ, জার্মান, ইটালিয়ান সবার সম্মিলিত কৃষ্টি সভ্যতার সমন্বয়ে আধুনিক আমেরিকার সৃস্টি।। গবেষণা, জ্ঞান বিজ্ঞানে, উন্নত চিকিৎসার শাস্ত্রে, ক্ষমতাধর রাস্ট্র হিসাব নম্বর ওয়ান হলেও করোনাে ভাইরাসের কাছে হেরে গেল নাম্বার ওয়ান হিসাবে। যাহোক কানাডার ফাস্ট লেডি, স্পেনের রানী, ইংল্যান্ডর প্রধানমন্ত্রী, রানী এলিজাবেথ, প্রিন্স চার্লস, টম হ্যাংকস, সৌদি রাজ পরিবার, বহু নামকরা চিকিৎসক , স্বাস্থ্যকর্মীরা কেউ বাদ পড়েনি এর হাত থেকে। এবার আসি আমার প্রবাস জীবনের অভিজ্ঞতায়, আমার ব্যক্তিগত ধারণা ছিল আমেরিকায় প্রতিটি নাগরিক কে সুরক্ষা দিবে রাষ্ট্র কিন্তু তা ভুল প্রমাণিত হলো এযাত্রায়।যখন উহান শহরে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমেরিকা সমবেদনা নিয়ে ব্যস্ত তখন যদি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হতো তাহলে আজ আমেরিকা মৃত্যুপুরিতে পরিণত হতো না। সেদিক থেকে আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ও স্যালুট জানাই। প্রভাবশালী দেশের রাস্ট্র নায়কদের আঙুল দিয়ে দেখিয়েছেন কিভাবে সম্পদের স্বল্পতা সত্বেও একজন মানবতাবাদী লিডার কিভাবে এরূপ কঠিন সময়ে দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গ্রহন করতে পারে। এ ভাইরাস বুঝিয়ে দিয়েছে আমাদের জীবন খুবই ক্ষুদ্র, ধনী গরীব, ভৌগোলিক সীমারেখা, গাড়ি, বাড়ি, সম্পদ, অর্থবিত্ত, অহংকার, ক্ষমতার দম্ভ, যশ খ্যাতি, প্রাচুর্য সবকিছু অনিত্য। মানুষে মানুষে হানাহানি, যুদ্ধ-বিগ্রহ, লোভ, দ্বেষ, মোহ সবকিছু নশ্বর। সবার সুপ্ত মানবিকতাকে জাগিয়ে দিয়েছে নীরবে। বয়স্কদের প্রতি যত্নশীল হওয়া, পরিবারকে সময় দেওয়া, শিশুদের পাশে থাকা, প্রতিবেশীদের প্রতি মমত্ববোধ বাড়ানো, পরিস্কার পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, ব্যায়াম করা, পরিমিত ঘুমানো, মেধা ও মননের চর্চা করা সর্বোপরি প্রকৃতিকে আপন করে ভালবাসা। যাহোক এ ভাইরাস থেকে মুক্ত হতে হলে সবাইকে সরকার ও প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মাবলী নিজে মানবো অপরকে মানতে সহযোগিতা করবো। নিজেও বাঁচবো অপরকেও বাঁচাবো এ ব্রতী নিয়ে চলতে হবে। মানুষে মানুষে মমত্ববোধ নিয়ে চলবো। ভালবাসবো সবাইকে প্রান দিয়ে। উপকার করতে না পারলেও ক্ষতি করবো না এ মনোভাব জাগ্রত করতে হবে। এ ভাইরাস থেকে বাঁচার জন্য, হাজার হাজার মানুষের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে, মাস্ক পড়বো নিয়মিত, হ্যান্ড গ্লোবস পড়বো, অকারনে বাইরে যাব না, হাত ধোব বিশ সেকেন্ড করে। আর সবসময় গরম জাতির খাবার চা, কফি, স্যুপ খাব। গরম পানিতে লেবুর রস, আদা,লবঙ্গ, কালোজিরে, রসুন, গোলমরিচ ও সরিষার তৈল দিয়ে সিদ্ধ করে স্যুপের মত খাবো। বেশী পানি পান করা| জ্বর, কাশি, গলা ব্যাথা ও শ্বাষ কষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিবো| হোম কোয়ারেন্টিন, আইসোলেশন, লকডাউন এবং সামাজিক দুরত্ব মেনে চলবো সবসময়| কি আর্তনাদ সারা পৃথিবীতে ! আপন মানুষের ভালবাসা থেকে বিচ্ছিন্ন সবার। কেউ কারো কাছে যেতে পাচ্ছে না। তাই সবার হৃদয় দিয়ে অনুভব করে আপনালয়ে সুস্থ শরীরে আরও কিছুদিন নিরাপদে ও নিরাময়ে অবস্থান করুন~ এ আমার মনের আকুল আবেদন, আমার প্রিয় মাতৃভূমির প্রিয়দেশবাসীর কাছে। ভালবাসি লাল সবুজের দেশ আমার প্রিয় বাংলাদেশ।। পরিশেষে রোমান কবিতার সেই অংশ “একই আকাশ, সূর্য আর চাঁদের আলোর নীচে আমাদের বসবাস দিন শেষে আমরা তো একই সাগরের ঢেউ”||
ঝর্না বড়ুয়া
লং বীচ, ক্যালিফোর্নিয়া
তারিখ এপ্রিল ২৩, ২০২০