ব্রেকিং নিউজ

মানবতার ডাকে করোনা মোকাবেলায় বৌদ্ধ তরুণরা

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি,মানুষ পেতে পারেনা

———————————————————————————————-

সারাবিশ্বে মহামারী আকার ধারণ করা নোভেল করোনা ভাইরাসের কারণে আতঙ্ক যেমন বাড়ছে তেমনি সচেতনতা বাড়াতে স্বেচ্ছাশ্রমে কাজ করছে বিভিন্ন সংগঠন। মানবিকতায় এগিয়ে আসছেন দেশের তরুণরা। নিজেদের নিরাপদ রাখতে ইতোমধ্যেই সরকার ছুটিও ঘোষণা করেছে।সামাজিক সচেতনতা তৈরিতে আলোকিত বৌদ্ধ যুব সংঘের সদস্য কতৃক ঢাকাস্থ মানুষকে প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস নিয়ে সচেতন এবং করণিয় সম্পর্কে ধারণা দিতে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন দিনমজুর,গরিব,প্রতিবন্ধী ও অসহায় দুস্ত মানুষের জন্য চাল,ডাল,আলু,সাবান বিতরণ করেন । এইসময় উপস্থিত ছিলেন আলোকিত বৌদ্ধ যুব সংঘের চেয়ারম্যান বাবু অভিজিৎ বড়ুয়া ,আলোকিত বৌদ্ধ যুব সংঘের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর এর উপ-সাংস্কৃতিক সম্পাদক রিকসন বড়ুয়া , আলোকিত বৌদ্ধ যুব সংঘের সহ-সাধারন সম্পাদক  ও নির্বাণকামীর প্রতিনিধি এবং ত্রিরত্ন ডট কম এর সম্পাদক  ও প্রকাশক প্রকৌশলী অনিক বড়ুয়া ,আলোকিত বৌদ্ধ যুব সংঘের দপ্তর সম্পাদক বাবু সৌরভ বড়ুয়া ।

সম্মন্ধে Anik

এটা ও দেখতে পারেন

স্টোক রোগী দীপক বড়ুয়ার পাশে —ত্রিরত্ন সংঘ।।

নিউজ —ত্রিরত্ন বার্তা।। বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও …

Leave a Reply

Translate »