নতুন বছরটা শুরু হয় যদি নতুন কিছু দিয়ে। যদি শুরু করা যায় কোন পূন্য কাজ দিয়ে তাহলে কেমন হয়!!
২০১৯ সালের সকল গ্লানি,জড়তা মুছে, নতুন বছর অথ্যাৎ “২০২০” ১লা জানুয়ারিকে স্বাগতম জানাতে ত্রিরত্ন সংঘের মেয়ে সদস্যারা আয়োজন করেছে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা।হাজার প্রদীপের আলোয় আলোকিত হোক বিশ্বের সকল মানুষের হৃদয়।
ত্রিরত্ন সংঘের মেয়ে সদস্যাদের উদ্যোগে গত ০১/০১/২০২০ ইং রোজ বুধবার সন্ধ্যা ৬:০০ টায় “পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার “প্রাঙ্গণে সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।।সেই সময় উপস্থিত ছিলেন পূর্ণাচার আন্তজাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ সহ অন্যান্যা পূজনীয় ভিক্ষু সংঘসহ উপসক-উপসিকাগন।
ত্রিরত্ন সংঘের হাজার প্রদীপ প্রজ্জ্বলনে প্রতিপাদ্য বিষয় ছিল কোন বৌদ্ধ ছেলে মেয়েরা যেন ধর্মান্তরিত না হয়।
ছেলে মেয়েদের ধর্মান্তর রোধ করতে বিহার মুখী করুন।।
হাজার প্রদীপ প্রজ্জ্বলন শেষে সবাই সমবেত প্রার্থনা করে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হয়।
জগতের সকল প্রাণী সুখী হোক।।
আমরাই আগামী দিনের পথ প্রর্দশক,
আমরা করব জয়।।