নতুন বছরটা শুরু হয় যদি নতুন কিছু দিয়ে। যদি শুরু করা যায় কোন পূন্য কাজ দিয়ে তাহলে কেমন হয়!!
২০১৯ সালের সকল গ্লানি,জড়তা মুছে, নতুন বছর অথ্যাৎ “২০২০” ১লা জানুয়ারিকে বরণ করতে বা স্বাগতম জানাতে ত্রিরত্ন সংঘের মেয়ে সদস্যারা আয়োজন করেছে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা।
ত্রিরত্ন সংঘের মেয়ে সদস্যাদের উদ্যোগে ০১/০১/২০২০ইং বুধবার সন্ধ্যা ৬:০০ টায় “পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার “প্রাঙ্গণে সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।।
উক্ত হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনায় সকল বৌদ্ধ নর- নারী, উপাসক -উপসিকা বৃন্দগনের উপস্থিতি কামনা করছি।।
আসুন সকলে সমবেত প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করি।
বি:দ্র:-আপনার ছেলে মেয়েকে সাথে নিয়ে উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন। ছেলে মেয়েদের ধর্মান্তর রোধ করতে বিহার মুখী করুন।।