ব্রেকিং নিউজ

দুঃখ বিজ্ঞপ্তিঃ🖋

দুঃখ বিজ্ঞপ্তিঃ🖋 ধর্মপদে উক্ত সারার্থঃ ☘️যাবতীয় সংস্কার অনিত্য (sabbe saṅkhārā aniccā ), 🌷সকল সংস্কার দুঃখময় (sabbe saṅkhārā dukkhā ), 🌸সকল পদার্থ (ধর্ম) অনাত্ম (sabbe dhammā anattā) ইহা যখন লোকে প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন তখন তিনি দুঃখের প্রতি বিরাগপ্রাপ্ত হন, ইহাই বিশুদ্ধির মার্গ। 🌹কোন কিছুই আমার নয়, নিত্য নয়, সকল সংস্কার দুঃখময়।☘️এও শুনেছি সবকিছুরি ৩ লক্ষন (tilakkhaṇa) যথা অনিত্য, দুঃখ আর অনাত্ন। 🙏এখন প্রশ্ন দুঃখ কয় প্রকার?
✍️দুঃখ কয় প্রকার প্রশ্নে সংযুক্ত নিকায়ের দুঃখ-প্রশ্ন সূত্রে উক্ত “বন্ধু সারিপুত্র, ‘দুঃখ, দুঃখ’ বলে কথিত হয়। বন্ধু, দুঃখ কী?”
☘️“বন্ধু, দুঃখতা তিন প্রকার। যথা : দুঃখ-দুঃখতা, সংস্কার-দুঃখতা ও বিপরিণাম-দুঃখতা। বন্ধু, দুঃখতা এই তিন প্রকার।”
🌻“বন্ধু, এই দুঃখতা সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্য কোনো মার্গ, কোনো প্রতিপদা আছে কী? “বন্ধু, এই দুঃখতা সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্য মার্গ আছে, প্রতিপদা আছে।” “বন্ধু, এই দুঃখতা সম্পর্কে পরিজ্ঞান লাভের জন্য মার্গ কী? প্রতিপদা কী?” “বন্ধু, এই আর্য অষ্টাঙ্গিক মার্গই এই দুঃখতা সম্পর্কে পরিজ্ঞান লাভের মার্গ, প্রতিপদা। যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। বন্ধু, এই দুঃখতা সম্পর্কে পরিজ্ঞান লাভের ইহাই মার্গ, ইহাই প্রতিপদা।”
🙏মানেঃ দুঃখতা (দুঃখপূর্ণ অবস্থা)
🌹দুঃখ-দুঃখতাঃ দৈহিক দুঃখপূর্ন অবস্থা
🌸সংস্কার-দুঃখতাঃ সংস্কারের কারণে উৎপন্ন দুঃখপূর্ণ অবস্থা
🌻বিপরিণাম-দুঃখতাঃ অনিত্যতা হেতু উৎপন্ন দুঃখপূর্ণ অবস্থা
🙏জাতি রক্ষা করতে, সংস্কার রক্ষা করতে যারা উঠে পড়ে লেগেছেন তাদের প্রতি করুণা, মৈত্রী, মুদিতা ও উপেক্ষা চিত্তে।🙏সে ভাবেই আহবান করেছি ট্রাডিশনাল বৌদ্ধ না হয়ে বুদ্ধ হবার প্রচেষ্টায় বৌদ্ধ হউন। পোষ্টটি শেয়ার করে ধর্মদান করুন। জগতে্র সকল প্রানী সুখী হউক – মনুষত্ব বিকাশের ধর্ম- বুদ্ধের শিক্ষা চীরজীবি হউক। 🙏
 
🙏অন্য লেখাগুলো পড়তে চাইলে নিচের লিঙ্ক থেকে পড়তে পারেন
http://news.nirbankami.com/blog/category/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%9c%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be/
☸️বাংলায় সম্পুর্ন ত্রিপিটক বলে মহাপাপ করতে চাই না কারন অর্থকথা ছাড়া ত্রিপিটক সম্পুর্ন হয় না (কিছু অর্থকথা) এখনো বাংলায় অনুদিত হয়নি। তবে অর্থকথা ছাড়া ত্রিপিটকের বেশীর ভাগ বই সহ মোট ৬৫টি পড়ুন বিনা পয়সায়, আপনার মোবাইল, টেলিভিশন, ট্যাব্লেট, আইপ্যাড থেকে যখন খুশী তখন। প্রায় পাঁচ বছর আগে করা, এন্ড্রয়েড ফোনে গুগল প্লে ষ্টোরে ক্লিক করে সার্চ বক্সে লিখুন Snehashis Priya Barua আর আপেল ফোন Iphone হলে IBooks বা Books এ ক্লিক করে সার্চ বক্সে লিখুন Snehashis Priya Barua এবং এন্টার চাপলে দেখাবে সব বইগুলি। তৎপর যেটি খুশী সেটি ইনষ্টল করে নেন তারপর পড়তে শুরু করুন আর যদি চান মোবাইল কিন্তু আপনাকে তা পড়ে শোনাতে পারবে।
Android Phone থেকে গুগোল প্লেষ্টোরে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করে ও যেতে পারেনঃ
https://play.google.com/store/search…
আর আপেলের জন্য (যেমন Iphone) নিম্নোক্ত আপাততঃ
১) বিনয়পিটকে চুল্লবর্গ https://books.apple.com/us/book/id1175364753
২) দীর্ঘ নিকায় ১ম ভাগ https://books.apple.com/us/book/id1177815709
৩) দীর্ঘ নিকায় ২য় ভাগ https://books.apple.com/us/book/id1177829910
৪) দীর্ঘ নিকায় ৩য় ভাগ https://books.apple.com/us/book/id1177831114
৫) বিনয়পিটকে মহাবর্গ https://books.apple.com/us/book/id1173750171
৬) বিনয়পিটকে পরিবার পাঠ https://books.apple.com/us/book/id1175122398
৭) অপদান ১ম খন্ড https://books.apple.com/us/book/id1177809651
৮) হৃদয়ের দরজা খুলে দিন https://books.apple.com/us/book/id1175849345
৯) দৃষ্টিজাল https://books.apple.com/us/book/id1175941489

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »