🕵️🕵️🕵️ বেশ বেশ আপনারা সর্বোউৎকৃষ্ট কারণ আপনারা জাত-পাতে বিশ্বাস করেন না। এটা গেলো আপনাদের নেইম ট্যাগ। আসলে কি তাই? কেউ আপনারা ধ্বজ্বা ধরেন বার্মিজ কালচারে গড়ে উঠা বৌদ্ধ আচার-অনুষ্ঠানের কেউ বাঁ শ্রীলংকান কেউ বাঁ থাইল্যান্ডি কেউ বাঁ ভারতীয় আর কেউ বাঁ মূড়িঘন্ট মার্কা (এটা বুজতে আগের পর্ব দেখুন)। এটা হচ্ছে মর্ডান বুড্ডিজমের মর্ডান জাত-পাতের রুপ – আপনারা সর্বোউৎকৃষ্ট।
🙏🙏🙏এ ভাবে বাংলাদেশি বৌদ্ধরা কি সঠিক পথে কিংবা বাংলাদেশী বৌদ্ধ হতে পারবে কোন দিন? ভেবে দেখবেন আপনি কি বৌদ্ধ হতে চান? না কি বার্মিজ কিংবা শ্রীলংকান কিংবা ভারতীয় কিংবা থাই বৌদ্ধ হতে চান?🙏🙏🙏
💐💐💐 Who is Buddhist? 🧘🧘🧘
By birth nobody became Buddhist. One became Buddhist by practicing the Teaching of the Buddha. For example he or she may take Refuge of triple Gems, take precept every day in a language Pali which he or she don’t understand the meaning then he or she is Buddhist by tradition not even intellectually. But one understand the meaning by reading or a like but not comprehend or experiencing is called intellectual Buddhist AND one who is experiencing the teaching is the one who is Buddhist to become Buddha. As far we know Buddha’s Teaching refused so called tradition and one should see those are the problems (mara) of Buddhism now a days. Some of those are just doing Business which is not also acceptable by Buddha’s Teaching. Be aware of them, a like verse were cited at Tripitaka several times so its not my version.🙏🙏🙏
❤️❤️❤️এ প্রসংগে ভেবে দেখবেন – বাংলাদেশি ভিক্ষু প্রশিক্ষন কেন্দ্র গড়ে উঠার গুরুত্ব কত অপরিসীম। ভেবে দেখবেন বিষয়গুলো মূল ত্রিপিটকের সাথে অর্থ কথা ও সঙ্গত রেফারেন্স থেকে কোন এক বিশেষ দেশের কালচারের গন্ডী ছাড়িয়ে, বিদেশি প্রভাব মুক্ত হয়ে, স্ব অবস্থান থেকে যা হতে পারে অনেক বেশি যথার্থ।🙏🙏🙏
🙏🙏🙏ত্রিপিটকের এক পাতার দেশনা আর এক পাতায় দেবেন না – নিজের স্বার্থসিদ্ধির জন্য তাল গাছটা আমার বলবেন না যদি এমন হতো। 🌹🌹🌹
☸️☸️☸️সঙ্গত কারনে আমার এবার প্রবারনা হয়নি এবং কঠিন চীবর দান ও হয়নি এখন অবধি আর আপনারা যারা বলছেন হয়েছে তারা অনেকে মুসাবাদা শীল টির পরিহানি করেছেন কিন্তু কেন তা কোন এক আগামী পর্বে বলার অবকাশ এলে বলবো। জগতের সকল প্রানী সুখী হউক। ধর্মদান নাকি মহাদান তবে পোষ্টটি শেয়ার করে তার ভাগিদার হউন।🙏🙏🙏
পর্ব এক এর লিঙ্ক https://www.facebook.com/photo.php?fbid=10156891308739302&set=a.10151410980809302&type=3&theater