৫ শীলের খবর নাই ২২৭ শীলের খবরদারী, তারাই চায় নির্বান, গাছের আগায় এক লাফে- অহিংসা পরম ধর্ম তাই এক দেশে ৩ নিকায় আবার প্রত্যেক নিকায় কয়েক দলে বিভক্ত। বাদ বাদী দের ভাগাভাগিতে নির্বান ও তার স্বরুপ পাল্টাতে শুরু করেছে। সম্ভবতঃ ১৯৮৫ তে ঢাকা পদাতিকের ইংগিত যখন সেন্সর ছ্রাড়া সম্পুর্ন মঞ্চায়ন করতে দিলো না তখন ভারত থেকে ছুটে এলাম ঢাকা এবং লিখে ফেললাম সেন্সর বিহীন নাটক এবং অনেক চড়াই ঊত্রাই পেরিয়ে মঞ্চস্থ ও করেছিলাম মহিলা সমিতিতে – তার একটি সিনের কথা দিয়েই বাদ-বাদীদের আইন যাকে বর্তমান বলে সিষ্টেম লস বাঁ লুপ হোল তা এরকম – এক ব্যাক্তি গাছের নীচে চাপা পড়ে মারা যাচ্ছে লোকজন ছুটে গেলো বাচাতে এক বাদ বাদী বলে ঊঠলেন প্লীজ ডোন্ট টাচ – পুলিশ আর এম্বুলেসের দায়িত্ব এটা – অতএব পুলিশ আর এম্বুলেন্স হাজীর এবার পুলিশ বাদের বাদী বলে ঊঠলেন না ভাই আমরা ও পারবো না এ গাছের সাথে হোম মিনিষ্টার জড়িত সো ফাইল মূভ টু হোম মিনিষ্ট্রি। এবার হোম মিনিষ্টার বাদের বাদী বললেন এটার সাথে পররাষ্ট মন্ত্রনালয় জড়িত সো ফাইল মূভ টু ফরেন মিনিষ্ট্রি। এবার ফরেন মিনিষ্ট্রির বাদ বাদী বলে উঠলেন আমাদের কিছু করার নেই এটা অমুক দেশের প্রধান মন্ত্রী গাছটি লাগিয়েছেন অতএব ফাইল মুভ টু অমুক দেশ আর ওদিকে ততক্ষন ঐ বেচারার জীবন নাশ হয়ে গেলো সেই গাছের চাপায়। এভাবে বাদ বাদিদের ঠেলায় আমরা হারাতে বসেছি কমন সেন্স টুকু। জয় হোক সেই বাদ বাদীর। হিংসাই যেখানে আজ পরম ধর্ম তোমাদের।
