ব্রেকিং নিউজ

দুর্গম এলাকায় ত্রিরত্ন সংঘের আরো একটি বুদ্ধ প্রতিবিম্ব দান।

বাংলাদেশ সহ বহিবিশ্বে সকলের কাছে সুপরিচিত সংগঠন ত্রিরত্ন সংঘ ২৭/৯/১৯ইং রোজ শুক্রবার আরো একটি বুদ্ধ প্রতিবিম্ব দান করে।

ত্রিরত্ন সংঘ সামাজিক, মানবিক ও অসহায় মানুষের জন্য কাজ করার পাশাপাশি স্ব -ধর্মের উন্নয়নের জন্য,স্বধর্মীদের শ্রীবৃদ্ধি জন্য স্বধর্ম রক্ষার জন্য কাজ করে যাচ্ছে।তারি পরিপ্রেক্ষিতে সংঘের মাধ্যমে পাহাড়ি দুর্গম এলাকা বান্দরবন কালাঘাটার কাঠোলি পাড়া বৌদ্ধ বিহারে একটি সু-দর্শনীয় বুদ্ধ প্রতিবিম্ব দান করে।
কাঠোলি পাড়ার গ্রাম বাসিদের অনেক দিনের স্বপ্ন তাদের বিহারে একদিন একটি বড় বুদ্ধ প্রতিবিম্ব আসবে।

সেই স্বপ্ন পূরণে আশায় তারা ত্রিরত্ন সংঘের কাছে একটি বুদ্ধ প্রতিবিম্বর জন্য ইচ্ছা প্রকাশ করে। সংঘের বিশেষ টিম বিহারটি পরিদর্শনে গিয়ে দেখতে পায় গ্রামটির লোকালয় থেকে অনেক ভিতরে ও যাতায়াত ব্যবস্থা অনেক দূর্লভ এবং তাদের গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা বলতে সৌরবিদ্যুৎ আছে। এমন গ্রামে একটি বড় বুদ্ধ প্রতিবিম্ব পৌঁছানো বা দেওয়া খুব সহজ হবে না।

সংঘের সদস্যরা এই বুদ্ধ প্রতিবিম্বটি দান করার জন্য একটি পরিকল্পনা করে যে, যেখানে হোক সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে কাঠোলি পাড়া বুদ্ধ বিহারে একটি বুদ্ধ প্রতিবিম্ব দান করা হবে।

সংঘের সহ-সাধারণ সম্পাদক বিকাশ বড়ুয়া ও তার সহধর্মিণী অর্পিতা বড়ুয়া এই বুদ্ধ প্রতিবিম্বটি দান করার ইচ্ছা প্রকাশ করে।

তারি ধারাবাহিকতায় বুদ্ধ প্রতিবিম্বটি কাঠোলি পাড়ার গ্রাম বাসিন্দাদের কাছে হস্তান্তরিত করে সংঘের সদস্যরা।

এটি ত্রিরত্ন সংঘের ৮ম তম বুদ্ধ প্রতিবিম্ব দান। ত্রিরত্ন সংঘের শ্রীবৃদ্ধি কামনা করছি।।

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

ত্রিরত্ন সংঘের নতুন সদস্য সংগ্রহের কাজ চলছে

আপনি কি বাংলাদেশ সহ বহি:বিশ্বে সকলের কাছে সুপরিচিত সংগঠন ত্রিরত্ন সংঘের সদস্য হতে চান? আপনি …

Leave a Reply

Translate »