দুই মেয়ে ও এক ছেলের জনক, সুদত্ত বড়ুয়া পেশায় কৃষক। বিগত ২/১১/১৮ইং তারিখে প্রশ্রাবজনিত সমস্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।চট্টগ্রাম মেডিকেলে ডাঃ উজ্জ্বল বড়ুয়া অপু(আবাসিক সার্জন,ইউরোলজি) তত্ত্বাবধানে চিকিৎসা করালে মূত্রথলির ক্যান্সার ধরা পরে।সাধারণ এক কৃষক বাবার পক্ষে তার নিজের চিকিৎসার ব্যয় ভার বহন করা সম্ভব হচ্ছে না।তাই তিনি সকলের কাছে ত্রিরত্ন সংঘের মাধ্যমে তার চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।তার চিকিৎসার জন্য প্রায় ৮লক্ষ টাকা প্রয়োজন।
সকলে এই দ্ররিদ্য বাবার সাহায্যার্থে এগিয়ে আসুন
রোগীর নামঃ সুদত্ত বড়ুয়া।
স্ত্রীঃ খুকু বড়ুয়া।
পিতাঃ মৃত পুলিন বিহারী বড়ুয়া।
গ্রামঃ কুলকুরমাই
পৌরসভাঃ রাঙ্গুনিয়া। ওয়ার্ড ৭নং
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
বিকাশ নাম্বারঃ -01871568268 (ত্রিরত্ন সংঘ)
এছাড়াও যোগাযোগ করতে পারবেন—
01836190401 — অভি বড়ুয়া অর্ণব
01845236440 — দেবু বড়ুয়া
01815101425 — সুমন বড়ুয়া