ব্রেকিং নিউজ

তিন শতাধিক বিহারে বিনামূল্যে ত্রিপিঠ

“আত্মদীপ বিহরথ, অত্তসরণা অনঞ্ঞসরণা”।

নিজেই নিজের প্রদীপ হয়ে বিচরণ কর, নিজেই নিজের শ্রেষ্ঠ শরণ বা আশ্রয়। আত্ম পরিচয় তৈরী কর এবং আত্ম শক্তিতে বলীয়ান হও। আত্ম নির্ভরশীলতা এবং আত্ম উপলব্দিই সর্বোত্তম।
——-গৌতম বুদ্ধ।

বহুজন হিতায় বহুজন সুখায় বুদ্ধের মুখনিসৃত বাণী মানব কল্যাণে কাজ করে যাচ্ছে ত্রিপিটক রিসার্চ সোসাইটি । সত্যিই প্রশংসনীয় যে অনেক ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে অভাবনীয় সাধ্য সাধন করেছে।

বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ পবিত্র ত্রিপিঠক।

ত্রিপিটক রিসার্চ সোসাইটি কে ত্রিরত্ন সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিন শধাধিক বিহারের বিনামূল্যে ত্রিপিঠক বিতরণ করায়।

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Leave a Reply

Translate »