সৈকত বড়ুয়ার পাশে ত্রিরত্ন সংঘের সদস্যরা।
আপনারা ও সাধ্যমত এগিয়ে আসুন আর শেয়ার করে সৈকতের পাশে দাঁড়ান।
দীর্ঘদিন যাবৎ সৈকত বড়ুয়া SCOLIOSIS(মেরুদণ্ড জনিত) রোগে আক্রান্ত। তার এই রোগের চিকিৎসার জন্য ভারতের সি,এম,সি হাসপাতালে দেখালে তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। এই অপারেশন করার জন্য প্রায় ৫-৬লক্ষ টাকা প্রয়োজন।
ত্রিরত্ন সংঘের পক্ষ থেকে প্রবাসী বিধান বড়ুয়ার সহযোগিতায় (২/৩/১৯ইং) কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারে বিহার অধ্যক্ষ উপানন্দ মহাথের ও সংঘের সদস্যরা ৫০০০/= টাকা সৈকতের বাবাকে তুলে দেন।
আমরা চাই সকলেই সৈকতের সহযোগিতায় এগিয়ে আসবেন।
সৈকতের জন্য যারা সহযোগিতা পাঠাতে চানঃ
বিকাশ করুনঃ 01871568268(ত্রিরত্ন সংঘ)
ঃ 01845236440(দেবু বড়ুয়া)
বিস্তারিত জানতেঃ
অভি বড়ুয়াঃ 01836190401
রোগীঃ সৈকত বড়ুয়া।
পিতাঃ দয়াল বড়ুয়া।
মাতাঃ সাখি বড়ুয়া।
গ্রামঃ পশ্চিম শিলক।
উপজেলাঃ রাঙ্গুনিয়া।
জেলাঃ চট্টগ্রাম।