গত ৩০শে মার্চ ২০১৯ইং তারিখ, থাইল্যান্ড ধাম্মাকায়া ফাউন্ডেশন এবং শান্তিপুর অরণ্য কুটির, পানছড়ি যৌথ আয়োজনে দ্বিতীয় বারের মত ৩০৮জন গণশ্রামণের সমাপণী সন্ধ্যার বেলায় মোমবাতি প্রজ্জ্বলন মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হল।
মোমবাতি প্রজ্জ্বলন উদ্বোধন করেন পরমপূজ্য বনভান্তের শিষ্যসঙ্ঘের প্রধান তথা রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয়, শান্তিপুর অরণ্য কুটিরের বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় শাসনরক্ষিত মহাস্থবির মহোদয়, রাজবন বিহারের পূজনীয় ভিক্ষুসঙ্ঘ এবং থাইল্যান্ড থেকে আগত পূজনীয় ভিক্ষুসঙ্ঘসহ ৩০৮জন গণশ্রামণ দীক্ষিত শ্রামণগণ। আর সমবেত উপাসক-উপাসিকা গণ্যমান্যগণ।
__/\__জয়তু বুদ্ধ শাসনম__/\__
ছবিগুলো সংগ্রহিত
নিউজঃঃ প্রজ্ঞাপাল ভিক্ষু