অদ্য ১৫-০৪-১৯-ইং রোজ শুক্রবার মানবিক কল্যাণ সংঘ (মাকস) এর দীঘিনালা শাখার উদ্যাগে চাঙমা সাহিত্য বাহ সার্বিক সহযোগিতায় বাবুছড়া কলেজের ৩২ জন শিক্ষার্থীদের নিয়ে চাকমা লেখা কোর্স শুরু হয়।
মাকসের দীঘিনালা শাখার সম্মানিত সভাপতি ও বাবুছড়া কলেজে প্রভাষক বাবু সৌরভ চাকমা জানান, ৩২ জন শিক্ষার্থী নিয়ে আজ শুরু হয়েছে তবে আগামীতে আরো ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। এই শিক্ষা কোর্স আড়াই মাস ব্যাপী চলবে।
এমন মহৎ উদ্যোগকে মাকসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে এবং প্রশংসনীয় কাজ বলে মনে করেন কমিটির নেতৃবৃন্দ।
মাকস পরিবারের পক্ষ হতে চাঙমা সাহিত্য বাহ প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান