শিশুটির নাম : অনন্ত বড়ুয়া
পিতা : দীপক বড়ুয়া
মাতা : চামেলী বড়ুয়া
গ্রাম : দ্বীপ শ্রীকুল
রামু, কক্সবাজার।
বয়স : ৫ বছর।
দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯নং ওয়াডে শিশু হেমাটোলজী এন্ড অনকোলজী ইউনিট(pediatric Hematology & Oncology Unit) চিকিৎসাধীন রয়েছে।সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। সবে মাত্র জীবনের এক নব দিগন্তের সূচনার পথে, যে বয়সে অন্যান্য শিশুর মতো হেসে খেলে দিন কাটানোর সময় তখনি ক্যান্সার নামক এক মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার শরীরে বাসা বেঁধেছে। সে আদৌ বুঝতে পারছে না তার জীবনের বাকি সময়টুকু কিভাবে অতিবাহিত হবে শুধু যন্ত্রণাময় এক অনুভূতির ব্যাথায় কাতর হয়ে অশ্রুসজল নয়নে চেয়ে থাকে । বুঝতে না পারলেও মনের আকুল আবেদন সে বাঁচতে চায়। সুন্দর এ পৃথিবীতে হেসে খেলে বড় হতে চায়।
চট্টগ্রাম মেডিকেলের কতব্যরত চিকিৎসকরা জানিয়েছেন তাকে ৩-৪ বছরের মত মেডিকেলে একটি কোস সম্পূর্ণ করতে হবে।
শত অভাব অনটনের মাঝে দারিদ্রতার মাঝে ও তার পিতা দীপক বড়ুয়ার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভবপর হচ্ছে না।
তাই সকলের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় আবার আমরা অনন্তের মুখের হাসি ফুটিয়ে তুলতে পারি। আসুন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সাহায্যের হাত বাড়িয়ে একটা শিশুর অনাবিল মুখের হাসি ও আনন্দ ফেরানোর চেষ্টা করি। সকলের কাছে মৈত্রীময় আহ্বান মানবতার তরে একাত্মতা হই তাহলেই নিষ্পাপ শিশু অনন্ত বড়ুয়া নতুন জীবন ফিরে পাবে।
সাহায্য পাঠানোর ঠিকানা:-
First Security Islami Bank A/C NO: 20012200006185
শাখাঃ-রামু
ত্রিরত্ন সংঘের বিকাশ নং ঃ-01871568268 (পারসোনাল)
সরাসরি যোগাযোগ :
পিতা : দীপক বড়ুয়া ঃ-01815012710
অভি বড়ুয়া ঃ-01836190401
দেবু বড়ুয়া ঃ-01845236440
ত্রিরত্ন সংঘ,চট্টগ্রাম।।