ব্রেকিং নিউজ

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ -ত্রিরত্ন সংঘ

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সরকার নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে সবার মাঝে শিক্ষা আলো পৌঁছে দিতে, কিন্তু দুর্গম এলাকায় এই শিক্ষার আলো পৌঁছাতে পারলেও শিক্ষা সামগ্রীর অভাবে অনেক মেধাবী ছাত্র ছাত্রী ও সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রী তাদের শিক্ষা লাভের পথ থেকে ঝড়ে পড়ে। তাই ত্রিরত্ন সংঘের উদ্যোগে এই মেধাবী ছাত্র ছাত্রী ও সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি একদিনের ভালো কিছু খাবার খাওয়ানোর আয়োজন করেছে।

এতে সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে ত্রিরত্ন সংঘ উক্ত কার্যক্রমটি সুন্দর ও সাফল্যের সাথে সম্পাদন করতে পারবে।

স্থান:
১ম.পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রম,বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি ।।

২য়.রাঙ্গুনিয়া ফলাহারিয়া জ্ঞাণশরণ মহা অরন্য,রাংগুনীয়া, চট্টগ্রাম।।

তারিখঃ ২৬/৩/১৯ইং

যোগাযোগ: ০১৮৩৬১৯০৪০১
০১৮৪৫২৩৬৪৪০
০১৮১৫১০১৪২৫
বিকাশ নাম্বার ঃ- ০১৮৭১৫৬৮২৬৮

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

দানবীর প্রমথ বড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দানপতি প্রমথ বড়ুয়া চলমান সংক্ষিপ্ত জীবনালেখ্য প্রথম অংশ:- তথ্য সংগ্রহে- দিপানন্দ ভিক্ষু (এম.এ ডবল ও …

Leave a Reply

Translate »