ব্রেকিং নিউজ

মানবিক কল্যাণ সংঘ- মোনতলা পাড়া বেসরকারি প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার, নানিয়ারচর উপজেলায়, ঘিলাছড়ি, মোনতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থী মাঝে মানবিক কল্যাণ সংঘ (মাকস) নামে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা ও সামাজিক সংগঠন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

ঘিলাছড়ি সদর থেকে প্রায় তিন কিঃমি মোনতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আঁকা বাকা রাস্তার মাঝে হেটে হেটে পৌঁছে যায় বিদ্যালয়ে মাকসের টিম। দেখা হয় প্রধান শিক্ষক বাবু ষষ্ঠোব চাকমা সহ সহকারী শিক্ষকদের সাথে, গ্রামে পরিবার গুলো অত্যন্ত গরিব। অনেক কষ্ট করে পরিচালিত হয় বিদ্যালয়টি, শিক্ষকদের নেই কোনো বেতন ভাতা। শিক্ষক মন্ডলিরা আশাবাদী একদিন বিদ্যালয়টি সরকারি করণ হবে। তাই তারা প্রতি দিনই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।

মাকসের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধশ্রী ভিক্ষু বলেন, এমন প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে পেরে আমরা খুশি। যারা আর্থিক, কায়িকশ্রমের সহযোগিতা করেছেন তাদের মাকস পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা জানান।

এসময়ে উপস্থিত ছিলেন, মাকসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলি এবং গ্রামের মুরুব্বিগণ।

 

img_20190302_135703

সম্মন্ধে Buddhasree Bhikkhu

এটা ও দেখতে পারেন

স্টোক রোগী দীপক বড়ুয়ার পাশে —ত্রিরত্ন সংঘ।।

নিউজ —ত্রিরত্ন বার্তা।। বেশ কিছুদিন আগে হঠাৎ দুই দুবার স্টোক করা দীপক বড়ুয়া, স্ত্রী ও …

Leave a Reply

Translate »