বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি, রাংঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ-সভাপতি, রাংঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির এর হীরক জয়ন্তী ও বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
উক্ত হীরক জয়ন্তী অনুষ্ঠানে হাজার ভক্তবৃন্দ শ্রদ্ধেয় ভান্তেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সকাল বেলা অষ্টপরিষ্কার সহ সংঘদান করা হয়। বিকালে ধর্মদেশনা সহ শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘয়ূ ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।