ব্রেকিং নিউজ

ত্রিরত্ন সংঘের কার্যক্রম নিয়ে কবিতা

ত্রিরত্ন সংঘের কার্যক্রম নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন প্রথম আলো পত্রিকার(দিঘীনালা প্রতিনিধি) সাংবাদিক কবি পলাশ বড়ুয়া।

ত্রিরত্ন সংঘ
—পলাশ বড়ুয়া—

আর্দশ কখনো ভঙ্গ করে না
সংগঠন নিয়ে করে নাতো রঙ্গ,
নিত্য করে মানবতার কাজ
সংগঠনের নাম ত্রিরত্ন সংঘ ৷

জীবন বাঁচাতে রাত দুপুর নেই
অসহায় মানুষদের পরম ভক্ত,
জাত ভেদাভেদ নেই তো তাঁদের
প্রতিনিয়ত দান করেন শরীরের রক্ত ৷

শিক্ষা হলো তাঁদের অগ্রাধিকার
কাজ করেন গরীব শিক্ষার্থীদের জন্য,
সংগঠনের কারণে আজ
পুরা বৌদ্ধ জাতি হয়েছে ধন্য৷

পঞ্চশীলের পঞ্চ দীক্ষা হলো
সদস্যদের পথ চলার মুলমন্ত্র,
ঐক্যবদ্ধ হয়ে সেবা দেয়ার
মানব কল্যাণের মহাযন্ত্র৷

কারো মনে নেই কুলষিতা
সদস্য মন দাগহীন সাদা,
মানুষের কল্যাণে কাজ করে
সকল সদস্য পকেট থেকে দিয়ে চাঁদা ৷

সেবা নিতে যে কোন মানুষ
কল দেন গভীররাতে মুঠোফোনে,
সাথে সাথে যায় ছুটে তাঁরা
বসে থাকে না ঘরের কোণে ৷

মানবতার সেবায় বিচরণ
তাঁদের কার্যক্রম সারা বঙ্গ,
গরীব অসহায় দুঃস্থদের প্রিয় নাম
চট্টগ্রামের ত্রিরত্ন সংঘ ৷

সম্মন্ধে Debapriya Barua

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Leave a Reply

Translate »