ওহে মরণ!!!! তুমিও কি গ্রাস করিবে আমায় তোমার ভয়ংকর অন্ধকার প্রাচীরে?
সংগ্রহঃ-আশ্বিন ধর্মপাল।।
মরণ—হ্যাঁ, হে মৃত্যুর পথিক৷ আমার কাছে যে ধ্বনি গরিব নেই, নেই সুন্দর্য-কদর্যতার পক্ষতা৷ এমনকি ধর্মের মোহও যে আমার কাছে নেই৷ আমি যে সকলকেই সকল ধর্মের গুণগ্রাহীকেই গ্রাস করি আমার অনন্তর অসীম উদরে৷ যেখানেই সকলেই সমাহিত হয়৷ পৃথিবীতে যত সত্বা প্রাণী আছে কেউই আমার ধর্মের বাহিরের নয়৷
বুঝেছি, তোমার অমোঘ লীলায় আমি ভাসতে চলেছি৷ অপেক্ষা কর হে মৃত্যু৷
মরণ—তা কেমন করে হয়, হে মৃত্যুর পথিক৷ এক কিঞ্চিৎ পরিমানও যে সময় নেই আমার৷ জন্মের পর থেকে সকলেই যে আমার পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে৷ কারো কারো শক্তি এতই দূর্বল যে আমাকেই অর্ধেক পথ হতে তাদের এগিয়ে নিয়ে আসতে হয়৷ ঠিক যেমন তুমি!
না না, আমি যে মাত্র যৌবনে এসেছি৷ পথ যে অারো অনেক বাকি আছে৷
মরণ—না হে মৃত্যুর পথিক৷ ইহলোকে এতটুকুই ছিল তোমার অতীত পাথেয়৷ এসো হে পথিক…এসো হে পথিক…এসো হে পথিক……
না…আমি যাব না, না আমি যাব না….
কত অনন্তর সত্বা যে চলে গেছে তার ইয়ত্বা নেই৷ অামাকেও যেতে হবে কোন এক সময় এই ঘুটঘুটে অন্ধকার প্রাচীরে৷ যেখানে কেবল আমি একা, কেবল একাই থাকব…
বিঃদ্রঃ- জন্মিলে মরিতে হবে। অমর কেউ রহিবে না। এটা চিরন্তন সত্য।মানুষ পৃথিবীতে বেঁচে থাকে তার কর্মের গুনে। অতীত কর্মফল ভোগ করার পর মৃত্যু গুহতে চলে যেতে হবে।।
জগতের সকল প্রাণী সুখী হোক।।