রাউজান উপজেলার কদলপুর ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের “কম্পেশন বুড্ডস্ট ইনষ্টিটিউট(সিবিআই) বাংলাদেশ এ ইংরেজী ভাষার মাধ্যমে বৌদ্ধ ধর্ম বিষয়ক ডিপ্লোমা কোর্স ৫ম ব্যাচ এর জন্য ভর্তি করা হচ্ছে। এই কোর্সটি শ্রীলংকার বুড্ডিস্ট এন্ড পালি ইউনিভারসিটি কর্তৃক অনুমোদিত এর্ব কোর্সটি সম্পুর্ণ অবৈতনিক। উক্ত কোর্সটি পাশ করলে “বৌদ্ধ ধর্ম বিষয়ক” ডিপ্লোমা সনদপত্র দেওয়া হয যা- শ্রীলংকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে প্রযোজ্য। তৎমধ্যে পালি ও বুড্ডিস্ট ষ্টাডিজ এবং কেলেনিয়া বিশ্ববিদ্যালয়ও অর্ন্তভুক্ত রয়েছে।
ডিপ্লোমা কোর্সে যা শিক্ষা দেওয়া হয়-
১. প্রাচীন বৌদ্ধ ধর্ম;
২. বৌদ্ধ সমাজ ব্যবস্থা;
৩. ভৌগলিক অবস্থানের নিরিখে থেরবাদ ধর্ম;
৪. শ্রীলংকা, মায়ানমার,লাউস,কম্বোডিয়া,ভারত ও বাংলাদেশের বৌদ্ধ ধর্ম।
চুড়ান্তভাবে ছাত্র নির্ধাারনের পূর্বে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। নির্ধারিত শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ইংরেজীতে দুর্বল হয়, তাকে ডিপ্লোমা কোর্সটি শুরু করার আগে অতিরিক্ত আরও একবছর ইংরেজী ক্লাশ করতে হবে। এই কোর্স-এ ভর্তির পর প্রার্থীকে অবশ্যই প্রব্রজিত হতে হবে।প্রার্থীকে নূন্যতম এস.এস.সি পাশ হতে হবে।
ভর্তির সময় যা প্রয়োজন হবে-
১. সর্বশেষ পাশের সনদ এর সত্যায়িত কপি;
২. মার্কসীটের সত্যায়িত কপি;
৩. চারিত্রিক সনদ;
৪. জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি;
৫. ইংরেজী বিষয়ে প্রাথমিক ধারনা;
৬. সম্পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদন।
ভর্তি ইচ্ছুক প্রার্থীরা নিম্ন ঠিকানায় সম্পাদক বরাবরে আবেদন প্রেরন করতে হবে।
শাসন রক্ষিত ভিক্ষু
সম্পাদক
কম্পেশন বুড্ডিস্ট ইনষ্টিটিউট(সিবিআই)বাংলাদেশ
ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র
কদলপুর,রাউজান,চট্টগ্রাম-৪৩৪০
মোবাইল-০১৮১৫৬৭২৬৭৬