ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের সন্নিকটবর্তী ভিন পোক প্রদেশে ১৩ একর ভূমির উপর প্রতিষ্ঠিত ভিয়েত-বাংলা আন্তর্জাতিক মেডিটেশন সেন্টার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর্যশ্রাবক পরম পূজনীয় শীলানন্দ স্থবির ধুতাঙ্গ ভান্তেকে ভিয়েতনামের উপাসক উপাসিকাদের কতৃক দান করা হয়।
ভিয়েতনামের উপসক -উপসিকারা ভিয়েত-বাংলা আন্তজার্তিক মেডিটেশন সেন্টারের তারা ধর্মীয় শিক্ষা, ধ্যান শিক্ষা, বুদ্ধের শিক্ষায় জীবন অতিবাহিত করতে পারবে। বুদ্ধের শিক্ষা জগতে বিস্তার লাভ করুক এমন প্রত্যশা ভিয়েতনামের উপসক -উপসিকাদের।।
জগতের সকল প্রাণী সুখী হোক।।