থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রচারের সূতিকাগার ঐতিহ্যবাহী খৈয়াখালী রত্নান্কুর বিহার । উক্ত বিহার প্রতিষ্ঠাতা করেন ক্ষনজন্ম মহাপুরুষ পারমীবান সত্ত্ব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২২তম সংঘনায়ক, ৬ষ্ঠ সংগীতিকারক মহামান্য চন্দ্রজ্যোতি মহাথের প্রকাশ পূর্ণ ভান্তে মহোদয় । উনার জন্ম বৈশাখী পূর্ণিমা ও মহাপ্রয়াণ করেন বৈশাখী পূর্ণিমা তিথি । শ্রদ্ধেয় ভান্তের একটা পরিকল্পনা ছিল সুউচ্চ বুদ্ধ মন্দির নির্মাণ করবেন এবং সাথে সাথে জনহিতকর কর্ম সম্পাদন করা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জন্য শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া জন্য খৈয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । যুব সমাজের নৈতিকতার উন্নয়নে ও মননশীল সৃষ্টি কর্ম করতে পারেন এবং সাংস্কৃতিক মনা হিসাবে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেন খৈয়াখালী কিশোর সংঘ । যোগাযোগের আমূল পরিবর্তন সাধন করেন রাউলি সড়ক প্রতিষ্ঠাতা করে। যা বর্তমানে জেলা সড়ক হবে পরিচিত লাভ করেছে । শ্রদ্ধেয় ভান্তের ইচ্ছার প্রতিফলন করতে গিয়ে খৈয়াখালী রত্নান্কুর বিহার পরিচালনা কমিটি সুউচ্চ বুদ্ধ মন্দির নির্মাণ পরিকল্পনা গ্রহণ করেন । কয়েক বছর ধরে কাজ করতে করতে পরিপূর্ণ রূপ নিতে যাচ্ছে । আজ বসন্তের শুরুতে স্বর্ণ রং করা হচ্ছে । তাই নবনির্মিত বুদ্ধ মন্দিরে বাকি কাজ গুলো যাতে সুসম্পর্ণ করতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি । পারমীবান মহাপুরুষ অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে পারি ।
