বন্দনা করি- বুদ্ধ পদচিহ্ন ও মূর্তি যা খুজে পাওয়া গিয়েছিলো গান্দ্বারে তদানিন্তন ভারত এবং বর্তমান উত্তর পাকিস্তান ও আফগানিস্তানে, পেশওয়ারের নিকটবর্তী যা ১ম বা ২য় শতকে তৈরী করা হয়েছিলো বলে ধারণা। আজ থেকে প্রায় ২৬০০ হাজার বছর আগে তথাগত গৌতম বুদ্ধের আবির্ভাব হলে ও বুদ্ধের মহাপরিনির্বানের পর প্রথম ৪০০ বছর কিন্তু কোন বুদ্ধ মূর্তি ছিল না তবে ধর্ম ছিলো। তবে তখন কি পূজা করা হতো? বিহারে কি থাকতো? যা থাকতো তাকে বলা হয় স্তূপা যেখানে বুদ্ধ্ব ধাতু বা বুদ্ধ চিহ্ন যেমন বুদ্বের পদচিহ্ন বা কোন শ্রধ্যেয় ভিক্ষুর ধাতু বা চিহ্নাদি রাখা হতো।
ধর্মচক্র মুদ্রায় গান্ধারে পাওয়া বর্তমানে লন্ডনের বৃটিশ মিউজিয়ামে সংরক্ষিত।
ডান হস্তটি সময়ের যাতাকলে হারিয়ে গেছে যা ছিল অভয় মুদ্রায় যা গান্ধারে পাওয়া বর্তমানে টকিও ন্যাশনাল মিউজিয়াম, জাপানে সংরক্ষিত।
ভটিবা স্তূপা পাওয়া গেছে আশ্রাফপুরে, বাংলাদেশে, তৈরী পাল শাসনাকালের খৃষ্টিয় ৮ম শতকে বলে ধারনা।
বুদ্ধের পদচিহ্ন গান্দ্বারে পাওয়া
উপস্থাপনায়ঃ স্নেহাশীষ প্রিয় বড়ুয়া