রাংগুনিয়ার ঘাটচেক গ্রাম নিবাসী বাবু ইঞ্জিনিয়ার নীরদ বরণ বড়ুয়ার দ্বীতিয় পূত্র আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার বাবু সঞ্জীব বড়ুয়া (৫০) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এর কালবা হাসপাতালে আজ সোমাবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেহ ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি বাবা মা দুই ভাই ও এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অনিচ্চা বতসংখ্যারা, আমাদের সমস্ত পূন্যারাশি তার সদগতির তরে দান করছি।