ব্রেকিং নিউজ

বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

বাপ্পা বড়ুয়া,নিউইর্য়ক থেকে!! উত্তর আমেরিকার বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কে ৮ অক্টোবর ২০১৭ ইং’রবিবারে উদ্‌যাপিত হয়েছে দানশ্রেঠ কঠিন চীবর দান।

22407781_1553927964688194_1003849508_n

সারাদিন ব্যাপী পূণ্যানুষ্ঠানের প্রথম পর্বে বিহার অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের সঞ্চালনায় বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ, বুদ্ধ পূজা,বুদ্ধ মূর্তি উৎসর্গ,সদ্ধর্মদেশনা,অষ্টপরিস্কারসহ সংঘদান,ভিক্ষুসংঘকে পিন্ডদান ও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

2

দ্বিতীয় পর্বে উপস্থিত সবার মধ্যাহ্নভোজের পর উত্তম বড়ুয়ার সঞ্চালনায় মহান এই ধর্মানুষ্ঠানে মৈত্রী ভাবনা পাঠ করেন সপ্তবর্না বড়ুয়া ও সুদিপ্তা বড়ুয়া।উদ্ভোধনী ভাষন দেন বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কের সভাপতি বাবু নয়ন বড়ুয়া।স্বাগত ভাষণ প্রদান করেন উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু অমল বড়ুয়া।

3

নিউইর্য়ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো’র সভাপতিত্বে শ্রীলংকান বৌদ্ধ বিহারের ভদন্ত কৌন্ডন্যয় মহাথেরো সদ্ধর্মদেশনা প্রদান করেন।এতে আরো সদ্ধর্মদেশনা করেন বুদ্ধিস্ট কাউন্সিল অব নিউইয়র্কে সভাপতি বৌদ্ধ ভিক্ষু ড.কেনজিৎসু নাকাগাকি,ভদন্ত নন্দা থেরো,বিহার অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন সহ পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ।পঞ্চশীল প্রার্থনা করেন মিলন বড়ুয়া।

 22359519_1553928044688186_1531093669_n

চীবর পরিক্রমা করে কঠিন চীবর উৎসর্গ শেষে বিহারের সাধারণ সম্পাদক রাখাল বড়ুয়া সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিহারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কেটে ফানুস উত্তোলন করা হয়।উক্ত পূণ্যানুষ্ঠানে ধর্মপিপাসু দুই শতাধিক উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।

 

সম্মন্ধে Bappa Barua

নির্বাণকামী আমেরিকা প্রতিনিধি এবং বৌদ্ধ নবজাগরণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক ।

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »