ব্রেকিং নিউজ

এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রামুর অর্পন বড়ুয়া

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্পন বড়ুয়া।

arpon-barua-450x330

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ সাক্ষরিত নিয়োগপত্রটি তার হাতে তুলে দেওয়া হয়।

অর্পন বড়ুয়া দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজসহ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন আঞ্চলিক পত্রিকা ও অনলাইনে সফলতার সাথে কাজ করে এসেছেন।প্রেস বিজ্ঞপ্তি।

তথ্যসূত্র:-আমাদের রামু সংবাদ পোটাল ।

সম্মন্ধে Bappa Barua

নির্বাণকামী আমেরিকা প্রতিনিধি এবং বৌদ্ধ নবজাগরণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক ।

এটা ও দেখতে পারেন

আন্তর্জাতিক পরিচিত শ্রদ্ধেয় মহীপাল থের World Fellowship of Buddhist Youth থেকে Global Buddhist Activist Award লাভ করেন

আন্তর্জাতিক পরিচিত শ্রদ্ধেয় মহীপাল থের World Fellowship of Buddhist Youth থেকে Global Buddhist Activist Award …

Leave a Reply

Translate »