রাজীব বড়ুয়া,কানাডা থেকে!!দৈনিক জনকন্ঠ পত্রিকায় গত ২৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে সকল বৌদ্ধ ভিক্ষু এবং বিহার নিয়ে মিথ্যাচার,পৃথিবীর শান্তির প্রবক্তা করুণাময় মহামানব গৌতম বুদ্ধকে সন্ত্রাসী’ আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কানাডা-বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন।
এসময় তাঁরা ওই প্রতিবেদনের প্রতিবেদক ফিরোজ মান্না’র শাস্তির দাবি জানান।রোববার ৩০ এপ্রিল দুপুর ২ টায় কানাডার প্রভিন্স মন্ট্রিয়েল শহরের কম্বোডিয়া বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা বলেন ‘জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ফিরোজ মান্না’র মিথ্যাচারে ভরা এই প্রতিবেদনটি পড়লে সহজেই বুঝা যায় যে তিনি তার সমস্ত ক্ষোভ,প্রতিহিংসা ঢেলেছেন তার লিখিত প্রতিবেদনে।
জানিনা বৌদ্ধ ভিক্ষু,বৌদ্ধধর্ম এবং এর প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের উপর তার কেন এত ক্ষোভ! পার্বত্য চট্টগ্রামের বান্দরবান,রাঙামাটিসহ সারাদেশের সব বৌদ্ধ বিহার নিয়ে তিনি যে প্রতিবেদন করেছেন তার যদি বিন্দুমাত্রও সত্যতা থেকে থাকে তাহলে তিনি তথ্য-উপাত্তের ভিত্তিতে তা প্রচার করতে পারেন। এটা তার অধিকার এবং পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে।কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপে লিপ্ত হলে তথ্য-উপাত্ত এবং প্রমাণের ভিত্তিতে এর বিরুদ্ধে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।কিন্তু তিনি মহামতি বুদ্ধকে সন্ত্রাসী’ বলতে পারেন না। তাছাড়া তিনি যে অভিযোগ তুললেন এর ভিত্তি কি ? ফিরোজ মান্না তার সমগ্র প্রতিবেদনে বুদ্ধ,বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে মানহানিকর ও অবমাননাকর বিভিন্ন কথা লিখেছেন।
বক্তারা ধর্মের চরম অবমাননাকর এই প্রতিবেদনের তীব্র নিন্দা অপ্রতিবাদ জানান।একই সাথে ফিরোজ মান্না’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানান।