আন্তর্জাতিক পরিচিত শ্রদ্ধেয় মহীপাল থের World Fellowship of Buddhist Youth থেকে Global Buddhist Activist Award লাভ করেন –শ্রীমৎ বিপুলানন্দ ভিক্ষু (ক্যালিফোর্নিয়া)
১২রা ফেব্রুয়ারি ২০১৭ হারুয়ালছড়ি গ্রামের কৃতিসন্তান, সাংঘিক ব্যাক্তিত্ব, সদ্য থের অভিধাপ্রাপ্ত, আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন ধর্মকায়া ফাউন্ডেশন থাইল্যান্ড’র বাংলাদেশ প্রতিনিধি ও আন্তর্জাতিক পরিচিত শ্রদ্ধেয় মহীপাল থের-Venerable Mahipal Thero বিশ্বের মধ্যে বুদ্ধের শাসন সদ্ধর্মের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান ও ভূমিকা রাখার কাজে স্বকৃতি স্বরূপ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন The World Fellowship Buddhist Youth (WFBY) সংস্থার The Global Buddhist Ambassador Awards 2017 থেকে Global Buddhist Activist Award টি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকের Wat Nakprok মন্দিরে লাভ করেছেন।এই বছর The Global Buddhist Ambassador Awards 2017 থেকে ১৫টি দেশের মোট ৭২ জন এওয়ার্ড পায়। আমরা শ্রদ্ধেয় ভান্তের নিরোগ র্দীঘ আয়ু কামনা করতেছি।সাধু সাধু সাধু।