নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
ইলা মুৎসুদ্দি
আজ বিকাল 3টায় চট্টগ্রামের জামালখান বুড্ডিষ্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাণা পিস ফাউন্ডেশনের উদ্যোগে বৌদ্ধ ধর্মীয় বিষয়ক আকর্ষণীয় চিত্রাংকন প্রতিযোগিতা। শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করতে নির্বাণা পিস ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। এই প্রথমবারের মতো বৌদ্ধ ধর্মীয় বিষয়ে বিশেষ করে বুদ্ধের ছবি, সুজাতার পায়েসান্ন দান, বোধিবৃক্ষ, বুদ্ধ ও পঞ্চ বর্গীয় শিষ্য, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং সাঁচি স্তুপ ও গেইট বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন বৌদ্ধ সমাজের শিশুদের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। এর মাধ্যমে শিশুদের ধর্মকে জানতে উৎসাহিত করা হচ্ছে। যারা প্রতিযোগিতায অংশগ্রহণ করবে তারা যাই অংকন করুক না কেন শুরু হবে তাদের মাধ্যমে এক নতুন দিগন্তের যাত্রা। ধাপে ধাপে সকলেই উৎসাহিত হবে। এরকম প্রতিযোগিতার প্রতি সন্তানদের আগ্রহ সৃষ্টি হবে। একসময় আজকের ক্ষুদ্র আয়োজন বৃহদাকারে পরিণত হয়ে সমগ্র বাংলাদেশের বৌদ্ধ পরিবারে জাগরণ সৃষ্টি করবে। পরিশেষে এই সুন্দর কর্মযজ্ঞের সফলতা কামনা করছি এবং আশা করছি নির্বাণার মতো অন্যান্য ধর্মীয় সংগঠন সমূুহ এরকম শুভ উদ্যোগের সূচনা করবে। সকলের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সমৃদ্ধ এবং সফল করবে। সকলে মংগল হোক।