THE GIFT OF WARMTH মাধ্যমে ২য় বছরের মত ভদন্ত বিপুলানন্দ ভন্তে ও Give With Compassion এর আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১লা জানুয়ারি ২০১৭ ইং রবিবার কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতি কতৃর্ক আয়োজিত ও ধর্মপুর পুর্ণানন্দ বিহার কল্যাণ সমিতির সহযোগিতার মাধ্যমে ধর্মপুর পুর্ণানন্দ বিহারে শীতবস্ত বিতরন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক টুবুল বড়ুয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম বড়ুয়া ও র্মপুর পুর্ণানন্দ বিহার কল্যাণ সমিতির সদস্য প্রমুখ।প্রধান জ্ঞাতির আসন অলংকিত করেন হারুয়ালছড়ি গ্রামের প্রভা বড়ুয়া এবং প্রিয়সেন বড়ুয়া।
৬ই জানুয়ারি ২০১৭ইং শুক্রবার সকাল ১০ ঘঠিকায় শীল-মৈত্রী পরিষদ,বৃহওর ফটিকছড়ি,চট্রগ্রাম কতৃর্ক আয়োজিত নানুপুর আনন্দধাম বিহার প্রাঙ্গণে নানুপুর গ্রামের ৪টি বিহারের জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানুপুর আনন্দধাম বিহার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক দুদুল কান্তি বড়ুয়া,প্রধান জ্ঞাতির আসন অলংকিত করেন পূজনীয় বিপুলানন্দ ভান্তের গর্ভধারিনী মাতা প্রভা বড়ুয়া, বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি হিল্লোল বড়ুয়া(পুলক),সহ-সভাপতি ইউ,পি,সদস্য বাবু টুবুল বড়ুয়া, সহ-অর্থসম্পাদক বাবু রনজিৎ বড়ুয়া, প্রচার সম্পাদক বাবু সুনন্দ বড়ুয়া, সুমন বড়ুয়া, শ্যামল বড়ুয়া প্রমুখ ও অএ গ্রামের কর্মকর্তা বৃন্দ।শীতবস্ত্র বিতরন সার্বিক সহযোগিতা করেন বাবু উত্তম বড়ুয়া।