ব্রেকিং নিউজ

৮ দিনব্যাপী ভূজপুর থানার অন্তর্গত হারুয়ালছড়ি গ্রামে বিদর্শন ভাবনা অনুশীলন, থের বরণ,সংবর্ধনা ও সদ্ধর্মসভা আগামী ৬-১৩ জানুয়ারী ২০১৭ – শ্রীমৎ বিপুলানন্দ ভিক্ষু (ক্যালিফোর্নিয়া)

৮ দিনব্যাপী ভূজপুর থানার অন্তর্গত হারুয়ালছড়ি গ্রামে বিদর্শন ভাবনা অনুশীলন, থের বরণ,সংবর্ধনা ও সদ্ধর্মসভা আগামী ৬-১৩ জানুয়ারী ২০১৭ – শ্রীমৎ বিপুলানন্দ ভিক্ষু (ক্যালিফোর্নিয়া)

আগামী ৬ই জানুয়ারী থেকে ১৩রা জানুয়ারী ২০১৭ইং আট দিনব্যাপী ফটিকছড়ির ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে কর্মবীর প্রয়াত এইচ.সুগতপ্রিয় স্থবির মহোদয়ের যোগ্য উত্তরসুরী, আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন ধর্মকায়া ফাউন্ডেশন থাইল্যান্ড’র বাংলাদেশ প্রতিনিধি ভদন্ত মহীপাল ভিক্ষু’র “থের” বরণ উপলক্ষে বিদর্শন ভাবনা অনুশীলন, সংঘরাজ, উপসংঘরাজগণ এর সংবর্ধনা ও সদ্ধর্মসভার আয়োজন করা হয়েছে।৬ই জানুয়ারী রোজ শুক্রবার বিদর্শন ভাবনা অনুশীলনের উদ্বোধন পরিচালক থাকবেন ভদন্ত সত্যপাল থের।এতে ১০০ জন ধ্যানকারী অংশগ্রহন করবেন।১৩ই জানুয়ারি রোজ শুক্রবার ভদন্ত মহীপাল ভিক্ষু’র “থের” বরণ অনুষ্ঠানের সভাপণ্ডিত করবেন মহামান্য সংঘরাজ ভদন্ত ড, ধর্মাসেন মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিস্টার প্রসাৎ উদায়াছারলাম। প্রধান সদ্বর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন দেব মানব পূজ্য,অরন্য বিহারী,শ্মশানচারী, পাংশুকুলিক ত্রিচীরবধারী ভদন্ত ড.এফ দীপংকর মহাথের।এছাড়াও উক্ত অনুষ্ঠানে থেরবাদী আদর্শের অন্যতম সাংঘিক সংগঠক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও সংঘরাজ ভিক্ষু মহামন্ডল’র দু-শতাধীকের অদিক মহান ভিক্ষু সংঘ, দেশ বিদেশি অতিথি সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।এই ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ভূজপুর থানার অন্তর্গত চট্টলার ঐতিহ্য হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহার প্রঙ্গণ ভূজপুর, ফটিকছড়ি চট্টগ্রাম।এই মহিত পুর্ণ্যময় ধমীর্য় অনুষ্টানে অংশগ্রহন করে আপনারা সবাই পুর্ণ্যনের ভাগীদার হওন।

পথ পরিচিতি:-চট্টগ্রাম অক্সিজেন থেকে নাজিরহাট পুরান ব্রিজ নেমে সিএনজি যোগে হারুয়ালছড়ি বড়ুয়া পাড়া অথবা ফটিকছড়ি বিবিরহাট বাসস্টেশন থেকে নেমে সিএনজি যোগে হারুয়ালছড়ি বড়ুয়া পাড়া।

b1b2

সম্মন্ধে Bipulananda Vante

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »