ব্রেকিং নিউজ

অর্পন বড়ুয়া রামু হতে –

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে
রামুতে রাখাইন জনগোষ্ঠীর মানববদ্ধন

কক্সবাজারের রামু উপজেলায় মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা নির্যাতন বন্ধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাখাইন জনগোষ্ঠী। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাসষ্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাস্টার মংহ্লাপ্র“ রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, ‘মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য’। মানুষ হিসেবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। তাই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। শান্তি-সম্প্রীতি রক্ষায় এবং মানবিক কারনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে হবে- বলেন সাংসদ কমল।

সাংবাদিক অর্পন বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জেলা পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, যুবলীগ নেতা নবীউল আরকান, আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ।

এতে চেরাংঘাটা বড় ক্যাং পরিচালনা কমিটির সভাপতি কিমং রাখাইন, মং রাখাইন, কিম রাখাইন, লুইক্য রাখাইন, টিনটিলা রাখাইন, রাখাই রাখাইন, মংপ্র“ রাখাইন, চয়ে রাখাইন, চানু রাখাইন, মংহ্লাপ্র“ রাখাইন মংবা রাখভাইন, টচায়ে রাখাইন, বাংচে রাখাইনসহ রাখাইন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »