সম্পাদক বাবু তাপস কান্তি বড়ুয়া কে
প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত এর প্রতিষ্টাতা সাঃ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা বাবু তাপস কান্তি বড়ুয়া অসুস্হ থাকায় দীর্ঘ দিন স্বদেশে অবস্হান করে গত ২৩ শে নভেম্বর ২০১৬ ইংরেজী পুনরায় কুয়েত আগমন করেন।গত ২৫ শে নভেম্বর শুক্রবার কুয়েত সিটির নিউ রাজধানী হোটেলে বাংলাদেশী বৌদ্ধ সমিতির পক্ষে হতে – প্রতিষ্ঠাতা সাঃ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা বাবু তাপস কান্তি বড়ুয়া কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এই সময় উপস্হিত ছিলেন – মৃণাল বড়ুয়া,দেবপূর্ণ বড়ুয়া,দুলাল বড়ুয়া, উওম বড়ুয়া, স্বপন বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, বিনয় প্রসাদ বড়ুয়া,তমাল কান্তি বড়ুয়া, লিটন বড়ুয়া, সুভাষ বড়ুয়া, সুমন রাজ প্রমুখ।
আনন্দক্ষনে পরিবেশে প্রতিষ্টাতা সাঃ সম্পাদক বর্তমান উপদেষ্টা আলাপচারিতায় বলেন -দুই বার অস্ত্রপাচারের সময় ভারতে অবস্থান রত ওনার চিকিৎসার খোঁজ খবর নেবার ও আরোগ্য কামনা করার জন্য সমিতির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্প্রতি গনমাধ্যম পেইজ বুকে বাংলাদেশী বৌদ্ধ সমিতির কুয়েতের প্রতিষ্টান সাল নিয়ে কিছু স্বার্থবাদীর মিথ্যাচারের তীব্র সমলোচনা করেন ও মিথ্যাচারের যথাযোগ্য জবাব ও সত্য প্রকাশের জন্য বাংলাদেশী বৌদ্ধ সমিতির কুয়েতের সকল কে ধন্যবাদ জানান। আগামী তে সত্যর পথে থেকে সৎ ভাবে জীবিকা নির্ভর করে প্রবাসে সমিতি পরিচালনা করে সদ্ধর্মের উন্নয়নে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান।
এটা ও দেখতে পারেন
বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …